প্রতিনিধি, বিশালগড়, ১১ জুন ।। ক্ষমতার অধিকারী মানুষ । মানুষের জন্যই ক্ষমতা। মানুষের জন্য কাজ করতে দরকার পরামর্শ এবং সহযোগিতা। মানুষের আশীর্বাদ এবং সহযোগিতা থাকলে সরকারি প্রকল্পের সঠিক বাস্তবায়নের মাধ্যমে বদলে যেতে পারে গ্রাম থেকে শহর। সকলের পক্ষে নেতা মন্ত্রী বিধায়কের কাছে যাওয়া সম্ভব হয়না। তা সময়ের অভাব বা অন্য কোন কারণে। কিন্তু বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব কাজ করতে চায় সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে। মানুষের আশীর্বাদ পরামর্শে এগিয়ে যাওয়ার লক্ষ্যে একের পর এক অভিনব কার্যক্রম হাতে নিচ্ছে বিশালগড়ের তরুণ বিধায়ক সুশান্ত দেব। মানুষের আরও কাছে পৌঁছে যাওয়ার লক্ষ্যে প্রতি পাড়ায় সুশান্ত কার্যক্রম চলছে বিশালগড়ে। মঙ্গলবার সন্ধ্যা রাতে বিশালগড়ের ৫৬ নং বুথ নদীলাগ এলাকার প্রবীণ নাগরিক আশু পালের বাড়িতে বসে প্রতি পাড়ায় সুশান্ত কার্যক্রম। উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব। ছিলেন গ্রামের আবালবৃদ্ধবনিতা। সেখানে কোন রাজনৈতিক বক্তব্য ছিল না। ছিল মতবিনিময়। গ্রামের নানা সমস্যার কথা শুনেন বিধায়ক সুশান্ত দেব। এলাকাটিতে মূলত কৃষিজীবী শ্রমজীবীদের বসবাস। কৃষি ক্ষেত্রে সামগ্রিক বিকাশের মাধ্যমে গ্রামের অর্থনৈতিক বুনিয়াদ রচনায় প্রবীণদের পরামর্শ লিপিবদ্ধ করেছে বিধায়ক সুশান্ত দেব। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুশান্ত দেব বলেন সকলের পরামর্শ নিয়েই তিনি বিশালগড়ের সামগ্রিক বিকাশ করতে চান। তিনি বলেন একসময় এখানে বিজেপির কার্যকর্তা ছিল না। কিন্তু আপনারা কথা রেখেছেন। এই সংখ্যালঘু অধ্যুষিত বুথে ৭০ শতাংশ ভোট পেয়েছে বিজেপি। লোকসভা নির্বাচনে বিশালগড় বিধানসভায় চল্লিশ হাজার ভোটার ভোটাধিকার প্রয়োগ করে। এরমধ্যে ৩৩৮০০ ভোট পায় বিজেপি। এই বিধানসভার হিন্দু মুসলমান সবাই নরেন্দ্র মোদির পক্ষে ভোট দিয়েছে। তিনি বলেন আর কিছু দিন পর পঞ্চায়েত নির্বাচন হবে। সেখানে বিজেপির পঞ্চায়েত গঠন করতে হবে। তাহলেই ডাবল ইঞ্জিন সরকারের জনমুখী প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বিকাশের স্রোতপ্রবাহে মিশে আরও এগিয়ে যাবে এই গ্রাম।
75
previous post