প্রতিনিধি মোহনপুর:- রাজঘাট এডিসি ভিলেজে সচিব এবং অন্যান্য কর্মীদের পিস্তল দেখিয়ে খুন করার হুমকি দিল স্থানীয় মলেন দেববর্মা। এই ঘটনাকে কেন্দ্র করে লেফুঙ্গা থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গেছে সরকারি ঘর নির্মাণ না করে টাকার দাবি করে এই কাণ্ড ঘটিয়েছে মলেন।
প্রায় সাত থেকে আট মাস পূর্বে সিধাই থানার অন্তর্গত সুবল সিং এলাকায় এক মহিলাকে গুলি করার দায়ে গ্রেফতার হয়েছিল মলেন দেববর্মা। সেই সময় তার কাছ থেকে পিস্তলের পাশাপাশি গুলি এবং অবৈধ গাঁজা উদ্ধার হয়েছিল। ওই ঘটনার পর জামিনে এসে পুনরায় আগ্নেয়াস্ত্র উচিয়ে এডিসি ভিলেজে আস্ফালন দেখালো মলেন। রাজঘাট এডিসি ভিলেজের জিআরএস মতিলাল দত্ত বলেন মলেন দেববর্মা প্রায় দু বছর আগে একটি সরকারি ঘর পায়। ইতিমধ্যেই তাকে ঘর নির্মাণের দুটি কিস্তির টাকা প্রদান করা হয়েছে। কিন্তু সে ঘর নির্মাণের কাজ করছে না। ফলে বাকি টাকা আটকে রাখা হয়েছে। দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার দুপুরে মলেন রাজঘাট এডিসি ভিলেজে গিয়ে তার ঘর নির্মাণের বাকি টাকা চায়। কিন্তু সচিব নন্দন রবিদাস ঘর নির্মাণ ছাড়া এবং উচ্চ পদস্থ আধিকারিকের নির্দেশ ছাড়া টাকা দেওয়া সম্ভব নয় বলে জানান। প্রয়োজনে ব্লকের বিডিও সাথে কথা বলার পরামর্শ দিয়েছেন তিনি। সঙ্গে সঙ্গে পকেট থেকে পিস্তল বের করে সচিবের বুকে তাক করে গুলি করবে বলে হুমকি দেয় মলেন। পাশাপাশি অন্যান্য আধিকারিকদের কেউ গুলি করার জন্য উদ্যত হয়েছে। এই বিষয়ে লেফুঙ্গা ব্লকের ভিডিও ললিত চাকমা বলেন অভিযুক্তের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে দপ্তরের কর্মীরা অত্যন্ত আতঙ্কিত বলেও জানিয়েছেন তিনি। এই ঘটনার পর মঙ্গলবার রাজঘাট এডিসি ভিলেজ দিনভর ছিল তালা বন্ধ। স্থানীয়দের দাবি মলেন দেববর্মার বিরুদ্ধে অতিসত্বর উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক পুলিশ।
পিস্তল উচিয়ে এডিসি ভিলেজ এর কর্মীদের খুন করার হুমকি
93