Home » তিন রাজ্যে বিপর্যয়ের পরে নমনীয় কংগ্রেস, লোকসভা ভোটে আসন সমঝোতার প্রাথমিক আলোচনা শুরু

তিন রাজ্যে বিপর্যয়ের পরে নমনীয় কংগ্রেস, লোকসভা ভোটে আসন সমঝোতার প্রাথমিক আলোচনা শুরু

by admin

হিন্দি বলয়ের তিন রাজ্যের বিধানসভা ভোটে হারের পরে কি সম্বিত ফিরল কংগ্রেসের? সূত্রের খবর, মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তীসগঢ়ে হারের পর লোকসভা ভোটের কথা মাথায় রেখে ইতিমধ্যেই ‘নমনীয়’ মনোভাব দেখাতে শুরু করেছে তারা। শুধু তা-ই নয়, বেশ কিছু আঞ্চলিক দলের নেতা-নেত্রীর সঙ্গে আসন সমঝোতা নিয়ে প্রাথমিক আলোচনাও শুরু হয়ে করে দিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। তিন রাজ্যে কংগ্রেসের হারের পর সেই দর কষাকষিতে ‘ইন্ডিয়া’ভুক্ত আঞ্চলিক দলগুলি ‘সুবিধাজনক’ অবস্থানে রয়েছে। উত্তরপ্রদেশে অখিলেশ যাদব, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়, বিহারে লালুপ্রসাদ যাদব, নীতীশ কুমারদের সামনে সুযোগ এনে দিয়েছে কংগ্রেসকে ‘চাপে’ রাখার।

প্রসঙ্গত, পাঁচ রাজ্যে ফলঘোষণার অব্যবহিত পরেই তৃণমূলের তরফে বলা হয়েছিল, তিন রাজ্যে বিজেপি জেতেনি, কংগ্রেস হেরেছে। কংগ্রেসের বিরুদ্ধে ‘দাদাগিরির’ মনোভাব না ছাড়ার অভিযোগ উঠেছিল ‘ইন্ডিয়া’ শরিকদের মধ্য থেকে। তার পরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের তড়িঘড়ি ‘ইন্ডিয়া’র বৈঠক ডাকা, তাতে মমতা-অখিলেশ-নীতীশদের ‘না’ বলা এবং তা পিছিয়ে দেওয়া দেখে অনেকেরই মনে হয়েছিল, কংগ্রেসের উপর ‘চাপ’ বাড়তে শুরু করেছে। তার ফল: লোকসভার লক্ষ্যে আসন সমঝোতা নিয়ে প্রাথমিক আলোচনা শুরু করে দিল কংগ্রেস। যে কথা অনেক আগেই ‘ইন্ডিয়া’র বৈঠকে বলেছিল তৃণমূল। কিন্তু সেই সময়ে তাতে রাজি হননি কংগ্রেস নেতৃত্ব।

You may also like

Leave a Comment