Home ত্রিপুরা শবর জনজাতির পাশে মন্ডলবাগান মিলনী সংঘ

শবর জনজাতির পাশে মন্ডলবাগান মিলনী সংঘ

by admin
0 comment 93 views

হুগলি জেলার চন্দননগরের মন্ডল বাগান মিলনী সংঘ নামে অতি পরিচিত একটি সেচ্ছাসেবী সংগঠনের শবর কল্যানমূলক প্রকল্প, যার নাম “প্রোজেক্ট পুরুলিয়া” । এটি তাদের চতুর্থতম বর্ষ । এবারে তাদের লক্ষ্য পুরুলিয়া, বাঁকুড়া ও তৎসংলগ্ন ঝাড়খণ্ডের শবর ও আদিবাসী জনগোষ্ঠী অধ্যুষিত প্রায় ৫০টি গ্রামের ৭৭৮টি পরিবারের হাতে প্রয়োজনীয় দ্রব্যাদি তুলে দেওয়া । ভবিষ্যতে এখানকার বাসিন্দাদের জন্য আরও বড় কিছু করার পরিকল্পনাও রয়েছে তাদের ।

সংস্থার এক বিশিষ্ট সদস্য শ্রী প্রশান্ত দত্ত মহাশয় জানান যে, ইতিমধ্যে বিগত তিনদিনে তাদের সংস্থার পক্ষ থেকে পুরুলিয়া জেলার বান্দোয়ান ব্লকের ধাদকা গ্রাম পঞ্চায়েতের পোপো, ঘোলহুড়া, মৃগীচামী, পাড়গোড়া, হলুদবনী, শেকাবাসা প্রমুখ গ্রাম সহ মোট ২৪টি গ্রামের শবর বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হল এই বস্ত্র, শীতবস্ত্র, কম্বল । শুধুমাত্র পোশাক ও কম্বলই নয়, ক্লাবের পক্ষ থেকে নিয়ে যাওয়া সীমিত কিছু ওষুধও প্রত্যেকের প্রয়োজন মতো যথাসম্ভব প্রদান করা হয় । স্থানীয় সকল শিশুদের মধ্যে গল্পের বই, খাতা, পেন, পেন্সিল বক্স, বিস্কুট, লজেন্স ও কেকও বিতরণ করা হয় । ক্রীড়াক্ষেত্রে উৎসাহ প্রদানের জন্য সংস্থার পক্ষ থেকে এখানকার কিশোরদের ফুটবলও প্রদান করা হয় ।

সংস্থার এক মহিলা সদস্যা শ্রীমতী কাকলি চক্রবর্তী মহাশয়ার থেকে জানা যায় গেল, “প্রায় সকল মহিলাদের সাথে কথা বলে স্থানীয় মহিলাদের প্রয়োজনীয়তার কথা লিপিবদ্ধ করেন । যাতে ভবিষ্যতে সেই মতো করে প্রয়োজনীয় সামগ্রী যথাসাধ্য সরবরাহ করা যায় ” । সামাজিক দায়িত্ব পালনে বদ্ধপরিকর মন্ডলবাগান মিলনী সংঘ আগামীদিনে আবারও পুরুলিয়ার শবর অধ্যুষিত এলাকায় যথাসাধ্য সহায়তার হাত প্রসারিত করবে এই অঙ্গীকারে অঙ্গীকারবদ্ধ ।

Related Post

Leave a Comment