93
.কল্যাণপুর প্রতিনিধি…. 27 কল্যানপুর প্রমোদনগর বিধানসভার অন্তর্গত কমলনগর পঞ্চায়েতের বিষ্ণু মাস্টারপাড়া এলাকায় আজঅর্থাৎ শনিবার বিকাল তিনটা নাগাদ বিজেপি কর্মী, বিকাশ দাসের খড়ের পুঞ্জিতে আগুন লাগায় কেবা কারা তবে অল্পেতে রক্ষা পায় উনার বসদ ঘর ঘটনার খবর পেয়ে দমকলের ইঞ্জিন ছুটে যায় ওই এলাকায় ওই এলাকায় দমকলের কর্মীরা যথাযোগ্য চেষ্টায় আগুন আয়তে আনে যদি আগুন আয়ত্তে না আনতে পারতো তাহলে বড়সড়ো বিপদের আশঙ্কা রয়েছে বলে খবর এখন দেখার বিষয়ে প্রশাসন এ বিষয়ে কি ভূমিকা গ্রহণ করে