Home » ভারতীয় মজদুর সংঘের উদ্দ্যোগে শান্তির বাজার মুকুট অডিটরিয়ামে অনুষ্ঠীতহয় আন্তর্জাতিক নারী দিবস।

ভারতীয় মজদুর সংঘের উদ্দ্যোগে শান্তির বাজার মুকুট অডিটরিয়ামে অনুষ্ঠীতহয় আন্তর্জাতিক নারী দিবস।

by admin

ভারতীয় মজদুর সংঘের দক্ষিন জেলার শান্তির বাজার মহকুমার উদ্দ্যোগে শুক্রবার শান্তির বাজার মুকুট অডিটরিয়ামে অনুষ্ঠীত করাহয় আন্তর্জাতিক নারী দিবস। প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনাকরলেন ত্রিপুরা সরকারের মন্ত্রী শুক্লা চরন নোয়াতিয়া। উদ্ভোধকের পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে উপস্থিতছিলেন শান্তির বাজার বিধানসভাকেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তির বাজার পৌর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য সহ ভারতীয় মজদুর সংঘের কার্যকর্তারা। অনুষ্ঠানেরমাধ্যমে শান্তির বাজার পৌর এলাকায় যে সকল কর্মীরা সাফাইরকাজে নিযুক্ত রয়েছেন তাদেরকে সংবর্ধনা প্রদান করাহয়। আজকের এই অনুষ্ঠানে বক্তব্যরাখতেগিয়ে মন্ত্রী শুক্লা চরন নোয়াতিয়া নারী দিবসের বিভিন্ন দিকগুলো সম্পর্কে আলোচনাকরেন ও সকল নারীদের সন্মান প্রদানের জন্য বিশেষ আহব্বান জানান। মন্ত্রী শুক্লা চরন নোয়াতিয়া জানান বিগত ২৫ বছরে বাম আমলে নারীদের উপর যেপরিমানে অত্যাচার করাহতো বর্তমান ২০১৮ সাল থেকে বিজেপি ও আই পি এফ টির জোট আমলে তা শুন্যে এসে পৌঁছেছে। ভারতীয় মজদুর সংঘ কতৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্যকরাযায়।

You may also like

Leave a Comment