Home » জোলাইবাড়ী কমিউনিটিহলে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়াকে বরন করেনিলো বিজেপির নেতৃত্ব বৃন্দরা।

জোলাইবাড়ী কমিউনিটিহলে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়াকে বরন করেনিলো বিজেপির নেতৃত্ব বৃন্দরা।

by admin

দীর্ঘ অনেকবছর পরে বাম অপশাসন থেকে মুক্তি পেলো জোলাইবাড়ীবাসী। জোলাইবাড়ী বিধানসাভয় মুক্তির কান্ডারী হিসাবে কাজ করেগেছেন মন্ডল সভাপতি অজয় রিয়াং। উনার অক্লান্ত পরিশ্রমে পরিবর্তনের আনন্দে মাতোয়ারা হয়েছেন জোলাইবাড়ীবাসী। একইসাথে দুইটি আনন্দে মাতায়ারা হলেন জোলাইবাড়ীবাসী। প্রথম আনন্দ হলো জোলাইবাড়ী বিধানসভাকেন্দ্রকে বাম অপশাসন থেকে মুক্তকরা ও দ্বীতিয় আনন্দ হলো প্রথমবারের মতো জোলাইবাড়ী বিধানসভাকেন্দ্রে কোনোমন্ত্রী পাওয়া। বিগত দিনে জোলাইবাড়ী বিধানসভাকেন্দ্রে কাউকে মন্ত্রী করাহয়নি। বর্তমানসময়ে বিজেপি আই পি এফ টির জোট সরকার জোলাইবাড়ীকে মন্ত্রী উপহার দিলো। এই আনন্দে মাতোয়ারাহয়ে শুক্রবার জোলাইবাড়ী কমিউমিটিহলে এক সংবর্ধনার আয়োজন করাহয়। আজকের এই সংবর্ধনায় জোলাইবাড়ী বিজেপির যুব, এস সি, এস টি, ওবিসি, জনজাতি, মাইনোরিটি, মহিলা, কৃষান মোর্চা, ভারতীয় মজদুর সংঘ, দিব্যাঙ্গ সেলের উদ্দ্যোগে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়াকে সংবর্ধনা প্রদান করাহয়। অপরদিকে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়ার উদ্দ্যোগে জোলাইবাড়ী বিধানসভাকেন্দ্রের মুক্তির কান্ডারী তথা মন্ডল সভাপতিকে সংবর্ধনা প্রদানকরেন। অজয় রিয়াংকে উনার অক্লান্ত পরিশ্রমের জন্য বিশেষ ধন্যবাদ জানান তারপাশাপাশি মন্ডলের সকল মোর্চার সদস্যদের ধন্যবাদজানান মন্ত্রী। আজকের এই কর্মসূচীতে উপস্থিতছিলেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, জোলাইবাড়ী বিধানসভাকেন্দ্রের মুক্তির কান্ডারী তথা বিজেপির মন্ডল সভাপতি অজয় রিয়াং, বিজেপির দক্ষিন জেলার সহ সভাপতি চাথই মগ, যুব মোর্চার মন্ডল সভাপতি কেশব চৌঁধুরী,জনজাতি মোর্চার মন্ডল সভাপতি সমঞ্জয় ত্রিপুরা, কৃষান মোর্চার মন্ডল সভাপতি সুজিত দে, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবি নমঃ, ভাইস চেয়ারম্যান তাপস দত্ত সহ বিজেপির অন্যান্য নেতৃত্ববৃন্দরা। সংবর্ধনা শেষে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া জানান নির্বাচনের পূর্বে তিনি যেসকল পতিশ্রুতি প্রদানকরেছেন এখন তা বাস্তবে সফল করার সময় হয়েছে। জোলাইবাড়ী বিধানসভাকে মডেল বিধানসভা হিসাবে গঠন করবে বলে জানান মন্ত্রী শুক্লা চরন নোয়াতিয়া। সকলে আশাবাদী মন্ডল সভাপতি অজয় রিয়াং ও মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়ার যৌথ উদ্দ্যোগে জোলাইবাড়ী বিধানসভাকেন্দ্র মডেল বিধানসভা হিসাবে গঠনহবে।

You may also like

Leave a Comment