প্রতিনিধি কৈলাসহর:-একাংশ কুচক্রীদের কুকর্মে ক্রমশঃ কলুষিত হচ্ছে ছনতৈল বিদ্যালয়।কৈলাসহরের ছনতৈল গ্রাম পঞ্চায়েত এলাকায় রাতের অন্ধকারে মুসলিম পল্লী জে.বি স্কুলের নাম জোর করে হিন্দু পল্লী জে.বি স্কুল লিখে স্কুলের নাম পরিবর্তন করে এলাকায় অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা করায় গোটা কৈলাসহর মহকুমায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।এনিয়ে আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন স্থানীয় নাগরিকরা। আজ সকালে গ্রামবাসীদের নজরে আসার পর গ্রামে তীব্র উত্তেজনা শুরু হয়েছে এনিয়ে।ঘটনার খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পোস্টার সহ রঙের ডিবি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসে।এব্যাপারে স্কুলের ইনচার্জ দীপক দেব সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে, কৈলাসহরের ছনতৈল গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ড এলাকায় রয়েছে মুসলিম পল্লী জে.বি স্কুল।দীর্ঘদিনের হিন্দু মুসলিম সম্প্রীতি রয়েছে এই এলাকায়।আজ ভোরবেলা গ্রামের মানুষ উনাকে ফোন করে জানায় যে,কে বা কাহারা স্কুলের নাম পরিবর্তন করে দিয়েছে।এই খবর শোনা মাত্রই স্কুলের ইনচার্জ দীপক দেব ঘটনাস্থলে এসে ঘটনার সত্যতা দেখতে পায় এবং ঘটনাস্থলে প্রচুর পুলিশ এবং গ্রামবাসীরা একত্রিত হয়ে রয়েছেন।স্কুলের পঞ্চাশ মিটার দূরে মেইন রোডের পাশে অবস্থিত স্কুলের নামাংকিত বোর্ডে মুসলিম পল্লী জে.বি স্কুল লিখাটি কালো কালি দিয়ে মুছে বোর্ডের একপ্রান্তে লিখা হিন্দু পল্লী জে.বি স্কুল কাগজে লিখে কাগজের পোস্টারটি লাগানো এবং বোর্ডের আরেকপ্রান্তে কাগজে লিখা এই এলাকার মুসলিম ধর্মাবলম্বীদের বলা হচ্ছে মুসলিম পল্লী জে.বি স্কুলের নাম হিন্দু পল্লী জে.বি স্কুল লিখা হয়েছে।আর,কেউ যদি আবার এই স্কুলের নাম মুসলিম পল্লী লিখে তাহলে এই এলাকার মুসলিমদের কি করতে হয় সেটা জানা আছে এবং এই এলাকার মুসলিমদের সঠিক জায়গায় পাঠিয়ে দেবো।নীচে জয় শ্রীরাম লিখে দুটি তরোয়ালের ছবিও আকা রয়েছে।পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোর্ডের দুই প্রান্তের কাগজে লিখা কাগজের দুটো পোস্টারগুলো খুলে পোস্টারগুলো বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসে এবং বোর্ডের নীচে থাকা কালো রঙের দুটো খালি ডিবি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসে পুলিশ।এই ঘটনা সকাল বেলা সবার নজরে আসতেই এলাকা জুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করে। স্কুলের ইনচার্জ দীপক দেব আরও জানান যে,গত ২২শে নভেম্বর রাতের অন্ধকারে কে বা কাহারা একই ঘটনা করেছিলো।পরবর্তী সময়ে পুলিশ প্রশাসনের নির্দেশে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বোর্ডের রং পালটে স্কুলের নাম মুসলিম পল্লী জে.বি স্কুল লিখা হয়েছিলো। বাইশ নভেম্বরের পর ফের এই ঘটনা হওয়ায় দীপক বাবু তীব্র নিন্দা জানান।ভোটের প্রাক্কালে একবার নয় দুইবার একই ধরনের ঘটনা ঘটায় এলাকায় ভ্রাতৃত্বের বন্ধন নষ্ট করে অশান্তির পরিবেশ কায়েম করার চেষ্টা করছে। সমাজের সচেতন নাগরিকরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান।ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এবং বিভিন্ন সামাজিক সংস্থার পক্ষ থেকে এই ঘটনাকে নিয়ে আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছেন।
135
previous post