প্রতিনিধি, বিশালগড়, ১১ ডিসেম্বর।। গোলাঘাটি বিধানসভার মোহনপুর এডিসি ভিলেজে ঘরে ঘরে বিজেপি অভিযান চলছে। রবিবার অভিযানে গিয়ে ব্যাপক সাড়া পেয়েছে বিজেপির কার্যকর্তারা। জম্পুইজলা ব্লকের মোহনপুর এডিসি ভিলেজে অধিকাংশই জনজাতি পরিবারের বসবাস। কৃষি রাবার বাঁশ তাদের রোজগারের কেন্দ্রবিন্দু। রয়েছে শ্রমজীবী পরিবার। সরকারি চাকরিজীবীর সংখ্যা নগন্য। ক্ষুদ্র ব্যবসার সঙ্গে জড়িত অনেকে। গত সাতান্ন মাসের বিজেপি শাসনের সুফল ভোগ করছে সেখানকার জনজাতিরা। প্রতিটি পাড়ায় বিদ্যুৎ পৌঁছে গিয়েছে। বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। পানীয় জল পৌঁছে গিয়েছে। নবশান্তিগঞ্জ থেকে মোহনপুর রাস্তার কাজ শীঘ্রই শুরু হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা, কৃষাণ সম্মান নিধি সহ সকল প্রকল্পের সুবিধা ভোগ করছে সবাই। কোন রাজনীতি নেই। দলবাজি স্বজনপোষণ নেই। চাঁদার জুলুম নেই। রবিবার ঘরে ঘরে বিজেপি অভিযানে গিয়ে জনজাতিদের সঙ্গে মতবিনিময় করেন বিজেপির কার্যকর্তারা। হাতে তুলে দেন উন্নয়ন পরিসংখ্যানের লিফলেট। অভিযানে অংশ নেন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা, বিজেপির জেলা সাধারণ সম্পাদক রাজেশ দেববর্মা, যুব মোর্চার জেলা প্রবক্তা অভিজিৎ ঘোষ, জনজাতি মোর্চার মন্ডল সভাপতি সমীর দেববর্মা সহ স্থানীয় কার্যকর্তারা। শান্তি এবং উন্নতির জন্য সেখানকার জনজাতিরা বিজেপির পাশে থাকার অঙ্গীকার করেন। সরকারের কাজকর্মে খুশি মোহনপুরের জনজাতিরা।
103
previous post