প্রতিনিধি , উদয়পুর :-
নেশার হাত থেকে যুব সমাজকে রক্ষা করার জন্য বর্তমান রাজ্য সরকার ইতিমধ্যেই এক জেহাদ ঘোষণা করেছে । নেশা মুক্ত ত্রিপুরা গড়ে তুলতে হবে এই বার্তা দিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী । রাজ্যের মুখ্যমন্ত্রী ড: মানিক সাহার বার্তা পাওয়ার পর স্বরাষ্ট্র দপ্তর তথা পুলিশবাহিনী নেশা মুক্ত ত্রিপুরা গড়ে তোলার জন্য ময়দানে ঝাঁপিয়েছে । রবিবার দুপুরে গোপন খবরের ভিত্তিতে উদয়পুর মহকুমাধীন উওর মহারানী হিরাপুর হঠাৎ কলোনী গ্রামে নেশা বিরোধী অভিযান চালায় রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাসের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী । নেশা বিক্রেতা বিনয় মিঞা সরকারের বাড়িতে হানা দেয় পুলিশ । জানা গিয়েছে পুলিশকে দেখে একটা সময় বিনয় নেশাজাতীয় সমস্ত সরঞ্জাম নিয়ে জঙ্গল দিয়ে পালানোর চেষ্টা করে । পরবর্তী সময়ে পুলিশ তার পেছনে ধাওয়া করে তাকে আটক করে । সেই সাথে পুলিশ আটক করে বিনয়ের ভাই সৈকত মিঞা সরকার কে। নেশা বিক্রেতা এই দুই ভাইয়ের কাছ থেকে পুলিশ ৬৮০ টি ইয়াবা ট্যাবলেট , ১৪০ কোটা হিরোইন , নগদ ১৩ হাজার টাকা , ১২ টি মোবাইল ফোন ও দুইটি ধারালো অস্ত্র উদ্ধার করে । সংবাদ মাধ্যমের প্রশ্ন উত্তরে নেশা বিক্রেতা বিনয় মিঞা সরকার জানান , উদয়পুর এলাকার এক নেশা বিক্রেতার কাছ থেকে এই সকল সমস্ত নেশা সামগ্রী গুলি ক্রয় করেছে । শনিবার দুপুরে উদয়পুর বনদোয়ার ইটভাট্টা সংলগ্ন এলাকায় নেশা সামগ্রী আদান প্রদান করা হয় । মোট সাড়ে ৩ লক্ষ টাকার নেশা সামগ্রী ক্রয় করা হয়েছে । গত সাড়ে ছয় বছর ধরে এই নেশায় বিক্রির সাথে সে জড়িত রয়েছে বলে নিজ মুখে স্বীকার করে বিনয় মিঞা সরকার । এদিন পুলিশ দুই নেশা বিক্রেতাকে আটক করার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি উত্তর মহারানী জুড়ে