রাইমাভ্যালী মন্ডলের বুথবিজয় অভিযানের অঙ্গ হিসেবে বৃহস্পতিবার রইস্যাবাড়ি শক্তি কেন্দ্রের উদ্যোগে রেলি এবং জনজমায়েত অনুষ্ঠিত হয়। এদিন রইস্যাবাড়িস্হিত দলীয় কার্যালয় থেকে কর্মী সমর্থকদের নিয়ে বিশাল একটা রেলি রইস্যাবাড়ি বাজারসহ তার আশপাশ এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে, শেষে রইস্যাবাড়ি কমিউনিটি হলের সামনে জনজমায়েতে মিলিত হয়। সেখানে উপস্থিত ছিলেন জনজাতি মোর্চা কেন্দ্রীয় কমিটির সভাপতি সমীর ওরাং,জনজাতি মোর্চা ত্রিপুরা প্রদেশ সভাপতি বিকাশ দেববর্মা, সহ-সভাপতি পতিরাম ত্রিপুরা, বিজেপি ধলাই জেলা কমিটির সহ-সভাপতি বিকাশ চাকমা, রাইমাভ্যালী মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা প্রমুখ। উক্ত জনজমায়েতে সিপিআইএম এবং তিপ্রা মথা দল ত্যাগ করে দশ পরিবারের বাইশ ভোটার ভারতীয় জনতা পার্টি পতাকা তলে সামিল হয়। দলত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন জনজাতি মোর্চা কেন্দ্রীয় কমিটির সভাপতি সমীর ওরাং। এদিনের জন জমায়েতকে ঘিরে কর্মী সমর্থকদের বিশাল মাত্রা উপস্থিতি লক্ষ্য করা যায়।
রাইমাভ্যালী মন্ডলের বুথবিজয় অভিযানের অঙ্গ হিসেবে বৃহস্পতিবার রইস্যাবাড়ি শক্তি কেন্দ্রের উদ্যোগে রেলি এবং জনজমায়েত অনুষ্ঠিত হয়
by admin
written by admin
116