101
- প্রতিনিধি , উদয়পুর :-তৃতীয় শ্রেণী পড়ুয়া ১০ বছর বয়সী এক স্কুল ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠলো এক ব্যক্তির বিরুদ্ধে । ঘটনা কাঁকড়াবন কিশোরগঞ্জ গ্রামে । ঘটনার বিবরণ দিতে গিয়ে পুলিশ জানায়, শুক্রবার দুপুর সাড়ে বারোটা নাগাদ স্কুল থেকে বাড়ি ফেরার পথে নির্জন রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল সফিক মিঞা নামে ৫৭ বছর বয়সী এক ব্যক্তি । তখন বিদ্যালয় পড়ুয়া ছাত্রীটিকে ঝাপটে ধরে রাস্তায় । পরবর্তী সময় ছাত্রটি বাড়িতে গিয়ে সমস্ত ঘটনা তার পরিবারের মাতা ও পিতার কাছে জানায় । পরে শনিবার দুপুরে গোটা ঘটনাটি বিস্তারিত জানিয়ে লিখিতভাবে পুলিশের কাছে মামলা দায়ের করে মেয়েটির পরিবার । পরিবারের অভিযোগ হাতে পেয়ে কাকড়াবন থানার ওসি রাজীব ভৌমিক গোটা ঘটনার তদন্তে নেমে গ্রেপ্তার করে সফিক মিঞাকে । পরে পুলিশ পক্সো আইনে ৩৪১ / ৩৫৪ আইপিসি ৮ অফ পক্সো ধারায় মামলা নেয় । কাঁকড়াবন থানায় মামলা নম্বর ২০ / ২০২৪ । পরে এই ঘটনার খবর পেয়ে শনিবার সন্ধ্যা রাতে কাঁকড়াবনের বিজেপি মন্ডল সভাপতি বিশ্বজিৎ দাস কাঁকড়াবন থানায় ছুটে যান দলীয় কর্মীদেরকে সাথে নিয়ে । কথা বলেন থানার ওসির সাথে এবং গোটা ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন সফিক মিঞার বিরুদ্ধে । এই ঘটনায় ব্যাপক উত্তপ্ত কাঁকড়াবন এলাকা।