Home » গরীব পরিবারের সাহায্যে কৈলাসহর মহকুমা প্রশাসন

গরীব পরিবারের সাহায্যে কৈলাসহর মহকুমা প্রশাসন

by admin

প্রতিনিধি কৈলাসহর:-আজ কৈলাসহর রাংরুঙ চা বাগান এলাকায় শারীরিকভাবে প্রতিবন্ধী অমিত সবরের বাড়িতে সাহায্যের জন্য পৌছে গেলেন কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার এবং কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের অধ্যাপক সঞ্জীব চৌধুরী।জানা যায় যে,অমিত শবর শারীরিকভাবে প্রতিবন্ধী এবং তার মাও একজন অন্ধ।তাই তাদের সংসার প্রতিপালন করা একপ্রকার অসম্ভব হয়ে পড়েছে।পাশাপাশি অমিত সবরের চিকিৎসা করানোর মতো টাকা নেই পরিবারের।তার জন্য সামাজিক মাধ্যমে সহযোগিতার জন্য আবেদন করলে কৈলাসহরের বিভিন্ন সামাজিক সংস্থা সহ চন্ডিপুরের বিধায়ক তথা রাজ্য সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায় তাদের আর্থিকভাবে সাহায্য করেন এবং চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দেন।আজ তাদের বর্তমান পরিস্থিতির খোঁজখবর নিতে অমিত সবরের বাড়িতে গেলেন কৈলাসরের মহকুমা শাসক প্রদীপ সরকার ও কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের অধ্যাপক সঞ্জীব চৌধুরী।তাকে আর্থিকভাবে সহযোগিতা করেন এবং আশ্বাস দেন আগামীদিনেও মহকুমা প্রশাসন তাদের সব ধরনের সাহায্য সহযোগিতা করবে। মহকুমা শাসক প্রদীপ সরকার অমিত সবরের বাড়িতে যাওয়ার কারণে অনেক আনন্দিত হয় অমিত সবরের পরিবারের লোকেরা।এর আগে কোন মহকুমা শাসক এভাবে এই অসহায় পরিবারের সহযোগিতার জন্য পাশে দাঁড়াননি।কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার মানবিকতার পরিচয় দিয়েছেন,যা নিয়ে নজির সৃষ্টি হয়েছে গোটা কৈলাসহর মহকুমায়।

You may also like

Leave a Comment