95
প্রতিনিধি মোহনপুর:-বিজেপির প্রতিষ্ঠা দিবস উদযাপনকে ঘিরে সেবা সপ্তাহের অঙ্গ হিসেবে প্রথম স্বাস্থ্য কেন্দ্রের রোগীদের মধ্যে বিষণ মোর্চা বামুটিয়া মন্ডল কমিটির উদ্যোগে ফল মিষ্টি বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়।বামুটিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের রোগীদের মধ্যে জেলার সভাপতি সমীর দাস, সাধারণ সম্পাদক শোসেন মালাকার, পশ্চিম জেলার এগ্রী স্টেন্ডিং কমিটির চেয়ারম্যান সমরেশ বিশ্বাস উপস্থিতিতে এই কর্মসূচি পালন করা হয়। এছাড়াও এদিন বামুটিয়া এলাকার কৃষাণ সম্মাননীধি প্রাপকদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে কিষান্মুক্তার সদর গ্রামীণ জেলা কমিটির সভাপতি সমীর দাস বলেন সেবা সপ্তাহ উদযাপনের অঙ্গ হিসেবে দলীয় নির্দেশমতেই বামুটিয়া বিধানসভা এলাকায় এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।