109
প্রতিনিধি, গন্ডাছড়া ৯ জানুয়ারি:- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সোমবার রাইমাভ্যালী মন্ডলের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন গন্ডাছড়া টাউন হলে মন্ডলের অফিস বেয়ারার, মোর্চার কার্যকর্তা, বুথ সভাপতি এবং সাধারণ সম্পাদকদের নিয়ে সাংগঠনিক বৈঠকটি অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন ধলাই জেলা প্রভারী সুব্রত নাথ, রাইমাভ্যালী মন্ডলের প্রভারী কমল দেববর্মা, মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা, মন্ডলের সাধারণ সম্পাদক আদিত্য সরকার, এমডিসি ভূমিকানন্দ রিয়াং, ধলাই জেলা কমিটির সহ-সভাপতি বিকাশ চাকমা, জেলা সম্পাদিকা সতী চাকমা,কৃষাণ মোর্চা রাজ্য কমিটির সদস্য গোপাল সরকার প্রমুখ। এদিনের সাংগঠনিক বৈঠকে আগামী বিধানসভা নির্বাচনের রণ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।