প্রতিনিধি , উদয়পুর :-
সোমবার জনবিশ্বাস যাত্রার পঞ্চম দিনে ৩১ রাধাকিশোর পুর বিধানসভা কেন্দ্রে এসে পৌঁছলো । এদিন ছনবন নেতাজী সুভাষ ব্রীজ থেকে বিজেপির রথ শুরু হয় । উপস্থিত ছিলেন , আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা , পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী রামপদ জমাতিয়া ও বিজেপি প্রদের সভাপতি রাজিব ভট্টাচার্য সহ প্রমুখ । এদিন বিজেপি রথযাত্রাটি ছনবন , রাধা কিশোরপুর থানা রোড, সেন্ট্রাল রোড, মহাদেব বাড়ি রোড , হয়ে গোটা উদয়পুর শহর পরিক্রমা করে । ভারতীয় জনতা পার্টির রথযাত্রা টি দেখার জন্য দলীয় কর্মীরা ভীড় জমান গোটা শহরজুড়ে । একে একে হাজারো বাইক মিছিলের মধ্য দিয়ে শহরে প্রবেশ করতে থাকে। একই সাথে বিভিন্ন ধরনের নাচ গান ও আলোকসজ্জায় এক মিছিল বের করা হয় । সেই সাথে মহিলা মোর্চার কর্মীরা হাতে পুষ্প, মোমবাতি জ্বালিয়ে স্বাগত জানান আসামের মুখ্যমন্ত্রী ও রাজ্যের মন্ত্রীদের । একে একে রাজ্যের মুখ্যমন্ত্রী ড: মানিক সাহা থেকে শুরু করে সকলে রথের উপর থেকে পুষ্প ছিটিয়ে সকলের অভিবাদন গ্রহণ করেন । পাশাপাশি উদয়পুর শহরের ব্যবসায়ীরা শীতের মৌরসুমে শরীরে চাদর জড়িয়ে ভারতীয় জনতা পার্টির রথ যাত্রার মিছিল দেখার জন্য অপেক্ষা করতে দেখা গিয়েছে এইদিন । রথ যত সামনের দিকে এগিয়ে যাচ্ছিল ততো যুব মোর্চার কর্মীদের স্লোগানে কম্পিত হচ্ছিলো গোটা শহর । ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে বিপুল ক্ষমতা নিয়ে দ্বিতীয় বারে জন্য রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার গড়ছে এই শ্লোগানে মোহর মোহর আওয়াজে ধনী উঠতে থাকে ২৩ শে আবার ভাজপা সরকার। গোটা রথযাত্রাকে কেন্দ্র করে পুলিশি নিরাপত্তা ছিলো আঁটোসাঁটো ।