প্রতিনিধি , উদয়পুর :-
রবিবার জনবিশ্বাস যাত্রার চতুর্থ দিনে সোনামুড়া থেকে বিজেপির রথ আসে কাঁকড়াবনে । এদিন কাকরাবনে উপস্থিত ছিলেন , রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ , বিজেপি জেলা সভাপতি অভিষেক দেবরায় , গোমতী জেলা প্রভারী রতন ঘোষ ও ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান টিংকু রায় সহ প্রমুখ । এদিন বিজেপির রথ কাকরাবন হয়ে পালাটানা ও রাধা কিশোরপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জামজুরী বাজারে আসে । জামজুরি বাজারে দলীয় কর্মী ও বাজার ব্যবসায়ীদের উদ্দেশ্যে ভাষণ রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন , বিগত দিনে ২৫ বছরে রাজ্যে খুন ও সন্ত্রাসের একটি সরকার রাজত্ব করে গিয়েছে । ২০১৮ সালে তাকে বিদায় দিয়েছে রাজ্যের জনগণ । এই রাজ্যে বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্র থেকে শুরু করে স্বাস্থ্য ক্ষেত্রে সমস্ত জায়গায় উন্নয়ন করেছে। এছাড়া এক স্বচ্ছ প্রশাসন এই রাজ্যে গড়ে তুলেছে বর্তমান বিজেপি সরকার । কোথাও এই সরকারের কোন দুর্নীতি পর্যন্ত নেই । আগামী দিনে ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে এই ত্রিপুরা রাজ্যে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসবে ভারতীয় জনতা পার্টি । এদিন রথযাত্রা থেকে মুখ্যমন্ত্রী তার ভাষণে জনসাধারণের জন্য এই বার্তা দেন । এদিন জামজুরী হয়ে রথ যাত্রার গাড়িটি মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের মুড়াপাড়া, জয়ন্তী বাজার হয়ে মাতার বাড়িতে যায় জনবিশ্বাস যাত্রা। এদিন এই রথযাত্রার গাড়ির সামনে সারিবদ্ধ ভাবে যুব মোর্চার কর্মীরা এক সুসজ্জিত বাইক মিছিল করে । একই সাথে মহিলা মোর্চার কর্মীরা উলুরধ্বনি ও ফুল ছিটিয়ে স্বাগত জানান রাজ্যের মুখ্যমন্ত্রী কে । জনবিশ্বাস যাত্রা কে কেন্দ্র করে দলীয় কর্মীদের ব্যাপক ভীড় লক্ষ্য করা যায় সমস্ত রাস্তা জুড়ে।