প্রতিনিধি, উদয়পুর :- চুরির ঘটনা নিত্যদিন বেড়ে চলেছে উদয়পুর ও কাকরাবন থানা এলাকা জুড়ে । এবার জামজুরী স্কুলে কম্পিউটারের ব্যাটারি চুরি করে নিয়ে যায় চোরের দল । এই ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ কাকড়াবন থানায় লিখিতভাবে মামলা দায়ের করে । পুলিশ মামলা গ্রহণ করে তদন্তে নামে । আটক করা হয় এক কিশোরকে । পুলিশি জিজ্ঞাসাবাদে কিশোর জানান , উদয়পুর শহরে শিশু পার্ক সংলগ্ন একটি পুরানো লোহার দোকানে এই ব্যাটারি বিক্রি করা হয়েছে । তার বিনিময়ে কিছু অর্থ রাশি দিয়েছে দোকান মালিক। পরে এই ঘটনার তথ্য পেয়ে কাকরাবন থানার পুলিশ রবিবার রাত নয়টা নাগাদ উদয়পুরের সেই পুরনো লোহার দোকানে ছুটে আসে তদন্ত করার জন্য । পুলিশ গোটা দোকানটি তল্লাশি শুরু করে । কিন্তু কোথাও ব্যাটারির উদ্ধার করতে পারেনি কাঁকরাবন থানার পুলিশ । চুরির ঘটনার খবর পেয়ে সাংবাদিকরা এই সংবাদ নেওয়ার জন্য দোকানের সামনে ছুটে গেলে দোকান মালিক দেবাশীষ পাল খারাপ ব্যবহারের লিপ্ত হয় সাংবাদিকের সাথে । এই ঘটনায় রীতিমত উত্তেজনা সৃষ্টি হয় উদয়পুর শহরে । পরে পুলিশ জিজ্ঞাসাবাদ এর জন্য দোকান মালিক দেবাশীষ কে আটক করে কাঁকড়াবন থানায় নিয়ে যায় । এখন দেখার জামজুরি স্কুলের চুরি যাওয়া কম্পিউটারের ব্যাটারি উদ্ধার করতে পারে কিনা পুলিশ সে দিকে তাকিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ ।
121
previous post