প্রতিনিধি, বিশালগড় , 9 ডিসেম্বর।। কুখ্যাত নেশা কারবারি সুমন দেওয়ান (২৯) কে গ্রেপ্তার করেছে বিশালগড় থানার পুলিশ । বৃহস্পতিবার মধ্য রাতে রাউৎখলার নিজ বাড়ি থেকে তুলে আনে বিশালগড় থানার পুলিশ। দীর্ঘদিন ধরে নেশা কারবার সহ নানা অসামাজিক কার্যকলাপে যুক্ত ছিল সে। পুলিশ তার বিরুদ্ধে মামলা গ্রহণ করেছে। মামলা নম্বর বিশালগড় থানা ১১৪/২০২৩। আন্ডার সেকশন ২২(বি)/২৫/২৭-এ/২৯ অব এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ। বৃহস্পতিবার মধ্য রাতে তার বাড়ি ঘেরাও করে পুলিশ।পুলিশের আনাগোনা টের পেয়ে পালানোর চেষ্টা করে সুমন। কিন্তু পারেনি। তাকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার অভিযুক্ত সুমন দেওয়ানকে আদালতে সোপর্দ করা হয়। সরকার পক্ষের আইনজীবী গৌতম গিরি জানান অভিযুক্ত সুমন দেওয়ানকে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।