Home » এডিসি এলাকার যুবকদের পাশাপাশি মহিলাদের ও উন্নতির লক্ষ্যে কাজ করছি আমরা আর অন্যদিকে এডিসির সরকার শীতঘুমি বক্তা বিধায়ক প্রমদ রিয়াং।

এডিসি এলাকার যুবকদের পাশাপাশি মহিলাদের ও উন্নতির লক্ষ্যে কাজ করছি আমরা আর অন্যদিকে এডিসির সরকার শীতঘুমি বক্তা বিধায়ক প্রমদ রিয়াং।

by admin

প্রতিনিধি শান্তিরবাজার :
এডিসি এলাকার যুবকদের পাশাপাশি মহিলাদের ও উন্নতির লক্ষ্যে কাজ করছি আমরা আর অন্যদিকে এডিসির সরকার শীতঘুমি বক্তা বিধায়ক প্রমদ রিয়াং।

শান্তির বাজার মহাকুমায় বকাফা ব্লকের অন্তর্গত মধ্য কাঁঠালিয়াছড়া এডিসি ভিলেজের চেয়ারম্যান জিতেন্দ্র রিয়ং এর জনকল্যাণমুখী পরিকল্পনায় এই ভিলেজের জনজাতি মহিলাদের পঞ্চায়েত ডেভেলপমেন্ট ফান্ড থেকে প্রথম ধাপে ৩২ জন এবং তারপরে দ্বিতীয় ধাপে 12 জনকে মোট 44 জন মহিলাকে ছাগল বিতরণ করা হয় আজ। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৬ শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, বকাফা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাস, মধ্য কাঁঠালিয়া ছাড়া এডিসি ভিলেজ চেয়ারম্যান জিতেন্দ্র রিয়াং সহ মধ্য কাঁঠালিয়া ছড়া ভিলেজের পঞ্চায়েত ডেভেলপমেন্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। আজকের এই অনুষ্ঠানের তাৎপর্য তুলে ধরার বক্তার আলোচনা করতে গিয়ে বলেন ছাগল পালান, শুকর পালন, গাভী পালন, মৎস্য পালন , এই ধরনের পশু পালনের মাধ্যমে এডিসি এলাকার মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করার কাজ করছে রাজ্যের জনকল্যাণমুখী বিজেপি আইপিএফটি জোট সরসর ।

You may also like

Leave a Comment