নিজস্ব প্রতিনিধি কল্যাণপুর…..সংবর্ধনার জোয়ারে আসছেন বিধায়ক।কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হওয়ার পর প্রায় প্রতিদিন সমাজের বিভিন্ন অংশ থেকে সংবর্ধনা পাচ্ছেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী। আজ রবিবার দুপুরে কল্যাণপুর লোটাস কমিউনিটি হলে কল্যাণপুর সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী আশা কর্মী এবং হেলপার কর্মীদের সার্বিক অংশগ্রহণের মধ্য দিয়ে এক আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে বিধায়ক পিনাকী দাস চৌধুরী কে সংবর্ধনা প্রদান করা হয়। এই সংবর্ধনা প্রদান করবে বিধায়ক ছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কল্যাণপুর ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সোমেন গোপ, বিশিষ্ট সমাজকর্মী জীবন দেবনাথ, এপিএমসির চেয়ারপারস পূর্ণেন্দু ভট্টাচার্য প্রমুখরা। বিধায়ক সংবর্ধনা কি ঘিরে বেশ সারা পরিলক্ষিত হয় অঙ্গনারী কর্মীদের মধ্যে। অনুষ্ঠান কে ঘিরে বেশ লোক জমায়েত হয়।
এদিকে যেভাবে আজ বিভিন্ন স্তরের অঙ্গনারী, হেলপার এবং আশাকর্মীরা সম্মিলিতভাবে পিনাকী দাস চৌধুরী কে সংবর্ধিত করেছেন তা দেখে অত্যন্ত আপ্লুত হলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী। নিজের আলোচনায় অংশ নিয়ে তিনি বিভিন্নভাবে সমাজের সাধারণ মানুষের পাশে যে নিরন্তর ভাবে থাকার চেষ্টা করছেন সেই বিষয়ে ওনাদের সাধুবাদ জানালেন। বিধায়ক পিনাকী দাস চৌধুরী ভাষণে বলেন,
সমাজের বিভিন্ন অংশ থেকে সংবর্ধনা পাচ্ছেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী
98