প্রতিনিধি, উদয়পুর : উদয়পুরের বিভিন্ন জায়গায় বেড়েছে নেশার রমরমা ব্যবসা। দুর্গাপূজার প্রাক মুহূর্তে নেশার ব্যবসা গুঁড়িয়ে দিতে এবার গোমতী জেলার পুলিশ সুপার ময়দানে অবতীর্ণ। পুলিশের সূত্রে জানা যায় , সোমবার বিভিন্ন পুলিশ আধিকারিকদের নির্দেশ দিয়েছেন জেলার পুলিশ সুপার সমস্ত ধরনের নেশা কারবারে যেন নেশার ব্যবসা গুড়িয়ে দিতে হবে। জেলা পুলিশ সুপারের এই নির্দেশক্রমে এদিন সন্ধারাতে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের দাতারাম বাজার পাড়া এলাকায় সঞ্জিত চন্দ্র মজুমদারের বাড়িতে হানা দিয়ে প্রচুর পরিমাণে বিলেতি মদ উদ্ধার করে । পুলিশের উপস্থিতি আঁচ পেয়ে মদ বিক্রেতা সঞ্জিত বাড়ি থেকে পালিয়ে যায় । পুলিশ তাকে গ্রেপ্তার করতে না পারলেও সমস্ত মদ নিয়ে আসে রাধা কিশোরপুর মহিলা থানায় । পুলিশ জানায় এই ধরনের নেশা বিরোধী অভিযান গোটা উদয়পুর মহকুমা জুড়ে জারি থাকবে প্রতিদিন । তার কারণ পুজোর মুখে কোন ধরনের ঝামেলা যাতে সৃষ্টি না হয় সেদিকে নজর রয়েছে পুলিশের । এদিন পুলিশ আধিকারিক নির্মাণ দাস জানান , বিলিতি মদের বাজার মূল্য প্রায় ১৭ হাজার টাকার উপর । সব মিলিয়ে পুলিশের এই ধরনের অভিযান প্রশংসার যোগ্য মনে করছে শিক্ষিত মহল ।
65
previous post