Home » ঘাতক গাড়ি চালককে গ্রেফতার করলো রাধাকিশোরপুর থানা

ঘাতক গাড়ি চালককে গ্রেফতার করলো রাধাকিশোরপুর থানা

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

মঙ্গলবার সকালে জলের ট্যাঙ্করের চাপায় একই পরিবারের তিনজন প্রাণ হারায় । দুর্ঘটনার সাথে সাথে বাগমা রাজনগরের ঘটনাস্থল থেকে গাড়ি চালক জলের ট্যাঙ্কার ফেলে মুহূর্তের মধ্যে চম্পট দেয় । এর ফলে পুলিশ ঘাতক গাড়ি চালককে খুঁজে পায়নি দিনের আলোতে । পরে পুলিশ এই ঘটনায় গাড়ি চালককে খুঁজে বের করার জন্য তল্লাশি শুরু করে । পরবর্তী সময় মধ্যরাতে দক্ষিণ ত্রিপুরার পি আর বাড়ি থানার অন্তর্গত বড়পাথরি নন্দীপাড়া থেকে ৪০ বছর বয়সী ঘাতক গাড়ি চালক লিটন বৈদ্যকে গ্রেপ্তার করে রাধা কিশোরপুর থানা । তার বিরুদ্ধে পুলিশ ২৭৯ / ৩৩৮ / ৩০৪ এবং আইপিসি ১৮৪ / ১৮৭ ধারায় মামলা লিপিবদ্ধ করে । রাধাকিশোরপুর থানায় তার মামলা নম্বর ১১ / ২০২৪ । পুলিশ সূত্রে জানা যায় , বুধবার দুপুরে ঘাতক গাড়ি চালক লিটন বৈদ্যকে উদয়পুর কোর্টে সোপর্দ করে পুলিশ । পরে উদয়পুর জেলা দায়রা আদালত ঘাতক গাড়ি চালক কে ১৪ দিনের জেল হাজতে পাঠায় বলে থানা সূত্রে খবর

You may also like

Leave a Comment