Home » বাংলাদেশ সীমান্ত তারের বেড়া সংলগ্ন এলাকা থেকে তিনটি মহিষ আটক করে বিএসএফ জোয়ানরা

বাংলাদেশ সীমান্ত তারের বেড়া সংলগ্ন এলাকা থেকে তিনটি মহিষ আটক করে বিএসএফ জোয়ানরা

by admin

ধর্মনগর ,
আবারো বাংলাদেশে পাচারের পথে ভারত বাংলাদেশ সীমান্ত তারের বেড়া সংলগ্ন এলাকা থেকে তিনটি মহিষ আটক করে বিএসএফ জোয়ানরা । জানা যায় শনিবার গভীর রাতে যখন ১৪৯ নং ভ্যাটালিয়ান এর বিএসএফ জওয়ানরা ভারত বাংলাদেশ সীমান্তের ভারতের বজেন্দ্রনগর খুলিডহর এলাকায় বর্ডার সীমান্তে দহলদারি করছিল তখন হঠাৎ তাদের নজরে আসে কতিপয় পাচারকারী কিছু একটা পাচারের উদ্দেশ্য সীমান্তের দিকে এগিয়ে আসছে। বিএসএফ জোয়ানরা তখন তাদের পিছু ধাওয়া করলে পাচারকারীরা পালিয়ে যায়। পরবর্তীকালে বিএসএফ জোয়ানরা ঘটনাস্থল থেকে তিনটি মহিষ আটক করে।পরে মহিষগুলি বজেন্দ্র নগর বিএসএফ ক্যাম্পে নিয়ে যায়। রবিবার সকালবেলা ১৪৯ নং ব্যাটালিয়ন বিএসএফ জোয়ানরা মহিষ তিনটি কদমতলা থানা পুলিশের হাতে তুলে দেয়। বিএসএফের ভূমিকায় এলাকার সাধারণ নাগররিকরা খুশি বলে জানা গেছে।

You may also like

Leave a Comment