প্রতিনিধি, বিশালগড়, ৮ জানুয়ারি।। নারী সশক্তিকরণের দিশা দেখাচ্ছে সরকার। ভাষণে নয়, বাস্তবের মাটিতে নারী সশক্তিকরণে নজির সৃষ্টি করেছে সরকার। সরকারি চাকরিতে ৩৩ শতাংশ সংরক্ষণ, পুলিশে ১০ শতাংশ সংরক্ষণ, ৩৮ হাজার স্বনির্ভর গোষ্ঠী, রেগা পরিচালনায় মহিলা ম্যাট সহ নানাভাবে মহিলাদের সশক্তিকরণের কাজ করছে সরকার। এবার সরকারি ন্যার্য মূল্যের দোকান পরিচালনার দায়িত্ব পাচ্ছে মহিলারা। প্রায় ৮৩০ টি রেশন দোকান পেয়েছে মহিলারা। দিকে দিকে মহিলা পরিচালিত রেশনের পথচলা শুরু হচ্ছে। রবিবার চড়িলাম ব্লকের দক্ষিণ চড়িলাম গ্রাম পঞ্চায়েতের ৪ নং রেশন দোকানের উদ্বোধন হয়। উদ্বোধন করেন গ্রাম প্রধান জুনু দত্ত, উপস্থিত ছিলেন বিজেপি সিপাহীজলা জেলা সহ-সভাপতি অমল দেবনাথ, স্থানীয় অভিভাবক বিনোদ বিহারী ভৌমিক প্রমুখ। মহিলা পরিচালিত এই রেশনে ৪০০ কার্ড হোল্ডার রয়েছে। গ্রামের মহিলা রাখি দেবনাথ আজ রেশন ডিলার। রোজগারের দিশা পেয়ে সরকারকে ধন্যবাদ জানান রাখি দেবনাথ। অন্যদিকে বিশালগড় ১৭ নম্বর বুথে ঝর্ণা দেববর্মা পেয়েছে রেশন। এর উদ্বোধন করেন বিশালগড় পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সুশান্ত দেব। তিনি বলেন বিগত সরকার মহিলা সশক্তিকরণে কোন কাজ করেনি। আজ মহিলারা স্বনির্ভর হচ্ছে।
102
previous post