121
নয় বছরের নাবালিকাকে ধর্ষণের দায়ে এক বৃদ্ধাকে বিশ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল বিলোনিয়া জেলা ও দায়রা আদালত। একুশ জন সাক্ষীর সাক্ষ্য বাক্য গ্ৰহন শেষে অভিযুক্ত মনোরঞ্জন দাস নামে এক বৃদ্ধাকে দোষী সাব্যস্ত করে আদালত। অভিযুক্তের বাড়ি রাজনগর থানাধীন নিহারনগর কৃঞ্চপুর এলাকায়।