Home » বিধায়িকা মিমি মজুমদারের ঘরে ঘরে অভিযান

বিধায়িকা মিমি মজুমদারের ঘরে ঘরে অভিযান

by admin

প্রতিনিধি, আগরতলা, 8 ডিসেম্বরঃ রাজ্যের প্রতিটি মানুষ বিজেপি সরকারের কাজে সন্তুষ্ট। রাজ্যের প্রত্যেক মানুষের মুখে একটাই কথা ২০২৩-এ বিজেপিকেই চাই। এই লক্ষ্যকে বাস্তবায়িত করতে আজ নিজ বিধানসভা কেন্দ্র ১৪ বাধারঘাটের ৩৮নং বুথ-তে ঘরে ঘরে বিজেপি অভিযানে আসেন বিধায়িকা মিমি মজুমদার। তিনি ৩৮ বুথের প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে সবার সঙ্গে মত বিনিময় করেন এবং সঙ্গে ছিলেন দলীয কার্যকর্তারাও। ভাজপা সরকারের নেতৃত্বে বিগত সাড়ে চার বছরে সরকারের যে উন্নয়নমূলক ও বিকাশমূলক কাজের যে রিপোর্ট তৈরি করা হয়েছে। সেই রিপোর্ট কার্ড হাতে নিয়ে বিধায়িকা কার্যকর্তাদের সঙ্গে নিয়ে জনসাধারণের বাড়ি বাড়ি অভিযানে যান এবং জনতার হাতে তুলে দেন রিপোর্ট কার্ড। বিধায়িকা মিমি মজুমদার করজোরে আহ্বান জানান যে ২০২৩ বিধানসভা নির্বাচনে বিজেপিকে বিপুল ভোটে জয়ী করার জন্য। ঘর ঘর অভিযান কর্মসূচির সময়কালে বিধায়িকা বাড়ি বাড়ি গিয়ে নিজের হাতে ভারতীয় জনতা পার্টির স্টিকার ওয়ালে লাগিয়ে দেন। এই ঘরে ঘরে অভিযানে বিয়াধিকা মিমি মজুমদারকে পেয়ে ৩৮নং বুথের সাধারণ জনগণ খুবই আনন্দিত। তারা বিজেপি সরকার আসার পর কতটুকু উপকৃত হয়েছে ও কি কি সুযোগ সুবিধা পেয়েছে সবই বিধায়িকার কাছে তুলে ধরেন। সঙ্গে কিছু কিছু সমস্যার কথাও বলেন। বিধায়িকা সেই সমস্যা সমাধানের প্রতিশ্রুতিও দেন। তিনি বলেন, ডাবল ইঞ্জিন সরকারের সুযোগ সুবিধাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। বিধায়িকার সঙ্গে এই অভিযানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি মাননীয় সভাপতি রাজীব ভট্টাচার্য্য, সদর (শহরাঞ্চল) জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য্য ও সংশ্লিষ্ট এলাকার কার্যকর্তাগণ।
এদিকে, এলাকার প্রবীণ নাগরিক জিতেন্দ্র দাসের বাড়ির গলির রাস্তাটি সংস্কারের দাবী ছিল দীর্ঘদিনের। ২৫ বছরের বাম জামানায় দেমু দিচ্ছি ছাড়া সিপিএম নেতাদের কাছ থেকে আর পাওয়া হয় নি কিছুই। কিন্তু দাবী পূরণ করেছেন এলাকার বিধায়িকা মিমি মজুমদার। সভাবতই এদিন ঘরে ঘরে বিজেপি অভিযানে নিজের বাড়ির সামনে পাকা সিড়ি বাধানো রাস্তা ডিঙিয়ে জনপ্রিয় বিধায়িকা এসেছেন তার বাড়িতে। তার খুশির অভিব্যক্তি ছিল চোখে পরার মতো।

You may also like

Leave a Comment