প্রতিনিধি কৈলাসহর:-নেশা মুক্ত ত্রিপুরা গড়া এবং যুব প্রজন্মকে মাঠমুখি করার প্রত্যয় নিয়েই আজ থেকে শুরু হয়েছে কুমারঘাট প্লেস সেন্টারের উদ্যোগে কুমারঘাট পি ডব্লু ডি মাঠে দ্ধিতীয় বারের মতো কুমারঘাট টেনিস ক্রিকেট প্রিমিয়ার লিগ।যার চ্যাম্পিয়ন প্রাইজ হিসেবে রয়েছে ফোর হুইলার ওয়াগনার গাড়ি এবং রানার্স প্রাইজ থাকছে বাইক।এই ক্রিকেট টুর্নামেন্টে রাজ্যের আটটি জেলা থেকে মোট ৩২ টি ক্রিকেট দল অংশগ্রহণ করবে।অনুষ্ঠানের প্রথমেই জাতীয় পতাকা উত্তোলন করেন ত্রিপুরা সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং শ্রম দপ্তরের মন্ত্রী তথা টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ভগবান চন্দ্র দাস ও কুমারঘাট প্লে সেন্টারের পতাকা উত্তোলন করেন সম্পাদক রিন্টু লাল দেব।পতাকা উত্তোলনের সাথে সাথেই ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকার প্রতি রাষ্ট্রীয় অভিবাদন জানিয়ে ব্যান্ডের মাধ্যমে জাতীয় সংগীত পরিবেশন করেন রাধানগর ২৯ নং আসাম রাইফেলস ব্যাটেলিয়ানের জওয়ানরা। তারপরে মঙ্গল শিখা প্রজ্জ্বলন এর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মন্ত্রী ভগবান চন্দ্র দাস,জেলা সভাধিপতি ঊনকোটি জেলা পরিষদ অমলেন্দু দাস এবং বিধায়ক সুধাংশু দাস সহ অন্যান্য অতিথিরা।উদ্বোধনী পর্বে বর্ণময় নৃত্যানুষ্ঠান পরিবেশন করেন কথাঙ্গিক ইনস্টিটিউট ডান্স এন্ড মিউজিক,ব্রাইটেন ডান্স একাডেমি,কুমারঘাট গ্রামীণ সাংস্কৃতিক কলা একাডেমি ও অন্যান্য শিল্পীরা।স্বাগত বক্তব্য রাখেন কুমারঘাট প্লে সেন্টারের সম্পাদক রিন্টু লাল দেব।তিনি বলেন কুমারঘাট প্লে সেন্টার সারা বছর সামাজিক কর্মকাণ্ডের মধ্যেই যুক্ত রয়েছে।গত বছর থেকে এই কুমারঘাট টেনিস ক্রিকেট প্রিমিয়ার লিগের যাত্রা শুরু হয়।সেই সময় খেলোয়াড়দের উদ্দেশ্যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল দ্বিতীয় বছরের খেলায় চার চাকার গাড়ি থাকবে চ্যাম্পিয়ন প্রাইজ হিসেবে।সকলের সহযোগিতা নিয়ে সেই প্রতিশ্রুতি পূরণ করতে পেরেছেন বলে দাবি করেন রিন্টু বাবু।বিধায়ক সুধাংশু দাস তার বক্তব্যে বলেন রাজ্যের মধ্যে ক্রিকেটের মানচিত্রে একটি ব্যতিক্রমী স্থান দখল করে নিয়েছে কুমারঘাট প্লেস সেন্টার।তার জন্য সাধুবাদ জানিয়েছেন টুর্নামেন্ট পরিচালন কমিটিকে।মন্ত্রী ভগবান দাস তার বক্তব্যে বলেন নেশা মুক্ত ত্রিপুরা গড়ার শপথ নিয়েই কাজ করছে বর্তমান সরকার।তাই যুব-প্রজন্মকে যত বেশি খেলাধুলার মধ্যে রাখা যাবে ততটাই সুস্থ থাকবে সমাজ। তিনি আরও বলেন সংস্কৃতিক বিকাশের ক্ষেত্রে এবং খেলাধুলার মাধ্যমে বিগত দিনের থেকে অনেক বেশি এগিয়ে গেছে কুমারঘাট। এরপর শান্তির বার্তা দিয়ে দুটো শান্তির পায়রা মুক্ত আকাশের দিকে উড়িয়ে দিয়েছেন অতিথিরা।উদ্বোধনী ম্যাচে দু’দলের খেলোয়াড় যথা ইয়ুথ ক্লাব বনাম বাঙালি টিমের সাথে পরিচয় পর্ব সেরে নেন অতিথিরা।এরপর অতিথিবৃন্দের মধ্যে অল্প সময়ের জন্য ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়।উদ্বোধনী ম্যাচে প্যাঁচারথল বাঙালি টিমকে হারিয়ে জয়ী হয়েছে কুমারঘাট ইয়ুথ ক্লাব।
কুমারঘাট প্লে সেন্টারের উদ্যোগে শুরু হয়েছে কুমারঘাট ক্রিকেট প্রিমিয়ার লীগ:চ্যাম্পিয়ান প্রাইজ ফোর হুইলার
by admin
written by admin
94
previous post