Home » ধর্মনগর পুর পরিষদের এক বছর উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করল পুর পরিষদ কর্তৃপক্ষ।

ধর্মনগর পুর পরিষদের এক বছর উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করল পুর পরিষদ কর্তৃপক্ষ।

by admin

ধর্মনগর প্রতিনিধি।
আগামী ৯ ডিসেম্বর অর্থাৎ শুক্রবার ধর্মনগর পুর পরিষদের এক বছর পূর্তি সম্পন্ন হবে। এই এক বছর পূর্তি উপলক্ষে আজ অর্থাৎ বৃহস্পতিবার ধর্মনগর পুরোপরিষদে কনফারেন্স হলে পুর পরিষদের পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরের উদ্বোধন করেন উপাধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন। উপস্থিত ছিলেন পুরো পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার সহ সব কাউন্সিলররা এবং পুরো পরিষদের সকল সদস্য সদস্যা রা। ধর্মনগর ব্লাড ব্যাংক এ সর্বদাই রক্তের একটা আকাল চলছে। বিভিন্ন দুর্ঘটনা জনিত কারণে এবং ডায়ালাইসিস থাকার কারণে প্রতিদিন ভরে ধর্মনগরে 15 ইউনিট করে রক্তের প্রয়োজন হয়। প্রায়ই রক্তদান শিবির অনুষ্ঠিত হলেও পর্যাপ্ত পরিমাণে রক্তের যোগান দেওয়া সম্ভব হয় না। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের জন্য রক্তের যোগান দিতে এগিয়ে এসেছে ধর্মনগর পুর পরিষদ। আজকের এই রক্তদান শিবিরে মোট 14 জন পুরুষ এবং ছয় জন মহিলা তাদের মহান রক্ত দান করেন। চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার সহ বেশ কয়েকজন কাউন্সিলর তাদের মহামূল্যবান রক্তদানে এগিয়ে আসেন। বর্ষপূর্তি উপলক্ষে এই রক্তদানে ব্যাপক সাড়া পড়েছে। আগামীকাল বর্ষপূর্তির দিনে ধর্মনগর কালিদিঘির পাড়ের নেতাজী মূর্তির শুভ উন্মোচন হবে এবং পুরো পরিষদের এক বছরের কার্যকলাপের হিসাব নিকাশ তুলে ধরা হবে বলে জানান চেয়ারপারসন প্রদ্যুত দে সরকার। তাছাড়া যারা পুরো পরিষদের সাফাই কর্মী রয়েছে তাদেরকে নিয়ে অতিসত্বর একটি হেলথ কেম করা হবে বলে জানিয়েছে পুর পরিষদ কর্তৃপক্ষ।

You may also like

Leave a Comment