Home » উত্তর ত্রিপুরা কিষান মোর্চার জনসম্পর্ক অভিযানউত্তর ত্রিপুরা কিষান মোর্চার

উত্তর ত্রিপুরা কিষান মোর্চার জনসম্পর্ক অভিযানউত্তর ত্রিপুরা কিষান মোর্চার

by admin

ধর্মনগর প্রতিনিধি।
আসন্ন ২০২৩ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রদেশ বিজেপি কিষান মোর্চার মাসব্যাপী কার্যক্রমের অঙ্গ হিসাবে আজ উত্তর ত্রিপুরা কিষান মোর্চার কার্যক্রমের শুভ সূচনা হয়। বাগপাশা মন্ডলের পূর্ব হরুয়া গ্রামের ২৬ নং বুথে বিজেপি উঃ ত্রিপুরা কিষান মোর্চার ঘর ঘর জনসম্পর্ক অভিযান হয়। সকাল ৯ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দুই শতাধিক কিষাণ মোর্চার ভ্রাতা ভগ্নিগণ এই ঘর জনসম্পর্ক অভিযানের সামিল হন।
এই জনসম্পর্ক অভিযানের নেতৃত্বে ছিলেন বিজেপি কিষান মোর্চার প্রদেশ সাধারণ সম্পাদক শ্রী প্রদীপ বরণ রায়, বিজেপি কিষান মোর্চার রাষ্ট্রীয় কমিটির কার্যকারী সদস্য শ্রী বীরেন্দ্র দাস, উত্তর ত্রিপুরা বিজেপি কিষান মোর্চার সম্মানিত সভাপতি শ্রী বৃন্দাবন নাথ উত্তর হুরুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতি বেলা ঘোষ ধর্মনগর মিউনিসিপালটির কাউন্সিলর শ্রীমতি তপতী দাস প্রমূখ। নেতৃত্বগণ প্রতি ঘরে ঘরে রাজ্যের বিজেপি সরকারের গত চার বৎসর নয় মাসের উন্নয়নের তালিকা তুলে ধরেন এবং নাগরিকদের জিজ্ঞেস করেন এই সরকারের আমলে উনারা কি কি উপকার পেয়েছেন প্রত্যুত্তরে অনেকেই বলেছেন এই সরকারের আমলে
শৌচালয়,রান্নার গ্যাস,২০০০ টাকা সামাজিক ভাতা কিষাণ সম্মান নিধি ২০০০ টাকা করে ১২ কিস্তি, বসবাস করার জন্য পাকা ঘর, বাড়িতে পাইপ লাইনের মাধ্যমে জলের সংযোজন, আয়ুষ্মান কার্ড মাতৃকালীন ভাতা সহ অনেক কিছুই পেয়েছেন তাই উনারা ভারতীয় জনতা পার্টির এই সরকারকে বারবার এই ত্রিপুরাতে পেতে চান। অনেক মায়েরা অশ্রুসিক্ত নয়নে ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী এবং ভারতের যশস্বী
প্রধানমন্ত্রীর প্রতি করজুড়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

You may also like

Leave a Comment