Home » বাড়ি বাড়ি প্রচারে গিয়ে পজিটিভ ভোট চাইলেন শিক্ষামন্ত্রী

বাড়ি বাড়ি প্রচারে গিয়ে পজিটিভ ভোট চাইলেন শিক্ষামন্ত্রী

by admin

আমরা নেগেটিভ ভোট চাই না। আমরা চাই পজিটিভ ভোট। সরকার মানুষের জন্য যে কাজ করেছে সে কাজের রিপোর্ট কার্ডের উপর ভিত্তি করে আমরা ভোট চাইছি। আর তার সম্পূর্ণ প্রতিফলন ঘটবে ভোট বাক্সে’। বৃহস্পতিবার মোহনপুর বিধানসভা এলাকার হরিনাখোলা গ্রামে ঘর ঘর বিজেপির কর্মসূচির অঙ্গ হিসেবে বাড়ি বাড়ি প্রচারে গিয়ে এই কথা বললেন শিক্ষামন্ত্রী রতন লালনাথ।
               ইতিমধ্যেই ঘর ঘর বিজেপি কর্মসূচির অঙ্গ হিসেবে বিজেপি স্থানীয় নেতৃত্ব এবং মণ্ডল নেতৃত্বরা মানুষের বাড়িতে গিয়ে সরকার যে সমস্ত উন্নয়নমূলক কাজ করেছে তার দলিল তুলে দিচ্ছেন ভোটারদের হাতে। মোহনপুর বিধানসভায় এই কর্মসূচিতে বাড়তি অক্সিজেন যোগালেন এলাকার বিধায়ক তথা শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ। নিজ নির্বাচনী এলাকায় মানুষের বাড়িতে গিয়ে তাদের চাহিদা পাওয়া না পাওয়ার বিষয়ে অবগত হন। এদিন এলাকার মানুষ সরকারের উন্নয়নমূলক কাজকর্মকে ঘিরে অত্যন্ত সন্তুষ্টি ব্যক্ত করেন। বেশিরভাগ বাড়িতেই জল বিদ্যুৎ ঘর সরকারি চাল সহ বিভিন্ন সরকার সুযোগ সুবিধা পৌঁছে যাওয়ার ব্যাপারে অবগত হলেন শিক্ষামন্ত্রী। এছাড়াও যেখানে যেখানে ছোটখাটো সমস্যা রয়েছে সেগুলো সমাধানের জন্য ওই স্থানে দাঁড়িয়ে উদ্যোগ নিলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা মানুষের এই মৌলিক অধিকারগুলো থেকে দীর্ঘদিন যাবত একটা বৃহৎ অংশের মানুষ বঞ্চিত ছিল। বিজেপি সরকার আসার পর এই জায়গাটা পূরণ করতে ১০০ শতাংশ না হলেও ৯০ শতাংশ পূরণ করা সম্ভব হয়েছে। তার উপর ভিত্তি করেই আগামী দিনে পুনরায় এই রাজ্যে বিজেপি সরকার গঠন করবে বলে আশা ব্যক্ত করলেন শিক্ষামন্ত্রী।

You may also like

Leave a Comment