Home » গভীর রাতে গরুর গাড়ি আটক করে পুলিশ

গভীর রাতে গরুর গাড়ি আটক করে পুলিশ

by admin

প্রতিনিধি , উদয়পুর :-

বুধবার মধ্যরাতে বিদেশি গরু পাচার করার সময় এলাকার যুবকদের হাতে আটক একটি বোলেরো গাড়ি । জানা যায় , প্রতিনিয়ত জামজুরি দিয়ে কাকরাবন হয়ে গরু পাচার হয়ে যাচ্ছে সোনামুড়ায় । গরুর গাড়ির যন্ত্রণায় অতিষ্ট জনগণ । এবার রাতের অন্ধকারে পাহারা দিয়ে গরুর গাড়ি ধাওয়া করে কিছু যুবক। গরুর গাড়িটি এদিন রাতে কাকড়াবন হয়ে সোনামুড়া যাওয়ার পথে কিশোরগঞ্জ পুলিশের নাকা পয়েন্টের সামনে গিয়ে গরুর গাড়িটি দাঁড়িয়ে পড়ে । পরবর্তী সময় কাকড়াবন এলাকার যুবকরা গাড়িটিকে আটক করে থানায় খবর দিলে কাকরাবন থানার পুলিশ এসে তিনটি গরু এবং ২ যুবককে আটক করে থানায় নিয়ে যায় । পুলিশ বর্তমানে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ।

You may also like

Leave a Comment