প্রতিনিধি,গন্ডাছড়া ৭ জানুয়ারি:- গন্ডাছড়ায় টিএসআরের হাতে বাংলাদেশী টাকা উদ্ধার। ঘটনার বিবরণে জানা যায় শনিবার টিএসআর ১২ নম্বর ব্যাটেলিয়ানের সহকারী কমান্ডেন্ট সুজিত সিনহা’র কাছে তাদের নিজস্ব গোয়েন্দা মারফত খবর আসে রইস্যাবাড়ী-গন্ডাছড়া রাস্তা ধরে মোটরসাইকেলে করে দুই যুবক বাংলাদেশী টাকা নিয়ে গন্ডাছড়ার দিকে আসছে। এই খবরের ভিত্তিতে সহকারী কমান্ডেন্ট টিএসআর জওয়ানদের সাথে নিয়ে পঞ্চরতন শিব মন্দির এলাকায় আসতেই পাচারকারীরা দূর থেকে টিএসআরের গাড়ি দেখতে পেয়ে উল্টোদিকে দ্রুত বেগে পালিয়ে যায়। পাচারকারীরা পালিয়ে যাওয়ার সময় তাদের কাছ থেকে বাংলাদেশী ১০ হাজার টাকার একটি বান্ডিল পড়ে যায়। পরে টিএসআর জওয়ানরা টাকাগুলো উদ্ধার করে গন্ডাছড়া থানার পুলিশের হাতে তুলে দেয়। জানা যায় বাংলাদেশী ১০ হাজার টাকার মধ্যে ১৯টি ৫০০ টাকার নোট, ৩টি ১০০ টাকার নোট এবং ১টি ২০০ টাকার নোট রয়েছে। ভোটের মুখে টিএসআরের এই সাফল্যে খুশি সাধারণ মানুষ।
135
previous post