Home » কাকরাবন মহিলা মোর্চার সম্মেলন অনুষ্ঠিত হয় হদ্রায়

কাকরাবন মহিলা মোর্চার সম্মেলন অনুষ্ঠিত হয় হদ্রায়

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

২০২৩ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শাসকদল বিজেপি এখন থেকেই সাংগঠনিকভাবে দলকে শক্তিশালী করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়েছে । ২০২৩ এর বিধানসভা নির্বাচনে দ্বিতীয়বারের জন্য দলকে পুন:প্রতিষ্ঠিত করার সংকল্পবদ্ধ হয়ে ৩৩ কাঁকড়াবন শালগড়া মন্ডলের হদ্রা শক্তি কেন্দ্রের উদ্যোগে হঠাৎ চৌমুহনীতে মহিলা মোর্চার দ্বারা আয়োজিত এক মহিলা মোর্চার সম্মেলন অনুষ্ঠিত হয় । সম্মেলনে উপস্থিত ছিলেন , বিজেপি কমিটির জেলা সভাপতি অভিষেক দেবরায় , মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ঝর্ণা দেববর্মা , জেলা মহিলা মোর্চার সভানেত্রী শুক্লা মজুমদার ও বাগমা বিধানসভা কেন্দ্রের প্রভারী জিতেন্দ্র মজুমদার সহ আরো অনেকে। এদিন মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ঝর্ণা দেববর্মা ভাষণ রাখতে গিয়ে তিনি বলেন , মহিলা মোর্চার কর্মীরা বিধানসভা ভোটকে সামনে রেখে শুধু সম্মেলন করে এমনটা কখনোই হয় না । ৩৬৫ দিন সংগঠন ছাড়াও মানুষের বিভিন্ন কাজে এগিয়ে যায় মহিলা মোর্চার কর্মীরা । এছাড়া মহিলা মোর্চার কর্মীরা সংগঠনকে সাজিয়ে তোলার জন্য দিন রাত এক করে প্রতিটি গ্রামে ভোটারদের সাথে জনসম্পর্ক অভিযান জারি রেখেছে যা আগামী বিধানসভা নির্বাচনেও সাধারণ মানুষের পাশে গিয়ে এভাবে জনসম্পর্কে অভিযান জারি রাখবে বলে তিনি ভাষণে তুলে ধরেন । এদিন তিনি বলেন , বর্তমান রাজ্য ও কেন্দ্রীয় সরকার যেভাবে রাজ্যের উন্নয়নে ডাবল ইঞ্জিনের মাধ্যমে কাজ করে চলেছে তা বিগত দিনে কোন সরকার রাজ্যে এত উন্নয়ন করতে পারেনি । রাজ্য সড়ক যোগাযোগ থেকে শুরু করে অত্যাধুনিক বিমানবন্দর , ব্রডগেজ রেললাইন , থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা আমূল পরিবর্তন করেছে বর্তমান ডাবল ইঞ্জিনের সরকার । এদিকে রাজ্য সরকার চাকরি ক্ষেত্রে ৩৩ শতাংশ সংরক্ষণ দিয়েছে মহিলাদের জন্য। বিগত দিনে বাম সরকার রাজ্যে মহিলাদের কথা কখনোই চিন্তা ভাবনা করেনি। বিগত ২৫ বছরে বাম সরকারের আমলে রাজ্যের খুন ,ধর্ষণ ছাড়া রাজ্যের উন্নয়ন করতে দেখা যায়নি । তাই রাজ্যের জনগণ ২০১৮ সালে বিধানসভা নির্বাচনে সিপিআইএমের সরকারকে পরাস্ত করে এক রাষ্ট্রবাদী সরকারকে ক্ষমতার মসনদে বসিয়েছে ‌ । বর্তমানে তার সুফল পাচ্ছে রাজ্যের জনগন । তাই ২০২৩ সালে বিধানসভা নির্বাচনে বিপুল ক্ষমতা নিয়ে পুনরায় সরকার গড়ছে বিজেপি । এদিনের মহিলা মোর্চার সম্মেলনে হদ্রা হঠাৎ চৌহমুনিতে মহিলা মোর্চার কর্মীদের উপস্থিতি ছিলো বিপুল সারা ।

You may also like

Leave a Comment