প্রতিনিধি মোহনপুর:- আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো নবনির্মিত মোহনপুর পাবলিক লাইব্রেরির। মোহনপুরের ঐরান চৌমুহনিতে গড়ে উঠেছে এই পাবলিক লাইব্রেরী। এলাকার যুবক-যুবতী থেকে শুরু করে সমস্ত অংশের মানুষের জ্ঞানের পরিচয় বৃদ্ধিতে এই লাইব্রেরী কাজে লাগবে বলে দাবি করলেন মন্ত্রী রতন লাল নাথ।
মোহনপুরে একটি পাবলিক লাইব্রেরী স্থাপন করার দাবি উঠেছিল বহুদিন আগে। ২০১৫ ইনফোকাস নামক একটি সামাজিক সংস্থা লিখিতভাবে মোহনপুর পুর পরিষদের তৎকালীন চেয়ারম্যান সুভাষ দেবনাথ এবং মহাকুমা শাসক ডক্টর শৈলেন যাদবের নিকট দাবী জানিয়েছিল একটি লাইব্রেরী স্থাপন করার জন্য। কিন্তু সেই দাবির পূরণ হয়নি। অবশেষে মোহনপুরে বিধায়ক তথা মন্ত্রী রতনলাল নাথের হস্তক্ষেপে মোহনপুরে স্থাপিত হলো পাবলিক লাইব্রেরী। বুধবার ফিতা কেঁটে এবং ফলক উন্মোচনের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক সূচনা হলো। সরকারিভাবে বহু বই এখানে আনার পাশাপাশি বিভিন্ন লেখক, প্রকাশকরা প্রথম দিনেই বই প্রদান করেছেন এই লাইব্রেরীতে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে একজন বিশিষ্ট লেখক এর বক্তব্য ট্রেনে মন্ত্রী বলেন “একটি কলম ,একটি বই এবং একটি মানুষ গোটা পৃথিবী বদলে দিতে পারে”। মন্ত্রী আহবান করেন সমাজ রাজ্য এবং দেশ পরিবর্তন করতে গেলে একমাত্র বই আমাদের ভরসা। এলাকার প্রত্যেকটি নাগরিক এই পাবলিক লাইব্রেরীতে এসে বই পড়ার জন্য আহ্বান করেছেন মন্ত্রী। এদিনের উদ্বোধনী মন্ত্রী অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব, মোহনপুর পুর পরিষদের চেয়ারপারসন অনিতা দেব, লেফুঙ্গা বিএসসি চেয়ারম্যান রণবীর দেববর্মা, উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।
মোহনপুরে আনুষ্ঠানিক উদ্বোধন হলো পাবলিক লাইব্রেরি
44