প্রতিনিধি, উদয়পুর :- রাজ্য সরকারের শিক্ষক কর্মচারী ও পেনশনারদের জন্য পাঁচ শতাংশ মহার্ঘ ভাতা কার্যকর করায় ভারতীয় মজদুর সংঘ গোমতী জেলার পক্ষ থেকে শিক্ষক কর্মচারী ও পেনশনারদের নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রী সমেত সমগ্র মন্ত্রিসভাকে অভিনন্দন জানিয়ে বুধবার সন্ধ্যার রাতে উদয়পুর জামতলা থেকে এক মহা মিছিল সংঘটিত হয় । এই মিছিলে ভারতীয় মজদুর সংঘের জেলা সভাপতি গৌতম দাস সহ অন্যান্য নেতৃত্বরা অংশ নেন। এইদিনের মিছিলটি উদয়পুর শহরের নানা পথ পরিক্রমা করে । মিছিলটি পরবর্তী সময় এসে শেষ হয় জামতলা টাউন হলের সামনে । মিছিল শেষে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে ভারতীয় মজদুর সংঘের গোমতী জেলা সভাপতি গৌতম দাস বলেন , গত ২০১৮ সাল থেকে কর্মচারীরা কখনো তাদের মহার্ঘ ভাতা নিয়ে ময়দানে নামতে হয়নি। সরকার যথাসম্ভব ভাবে চেষ্টা করছে মহার্ঘ ভাতা দেওয়ার জন্য। ইতিমধ্যেই ৩০ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হয়েছে ত্রিপুরা সরকারি কর্মচারীদের কে । কিন্তু তৎকালীন বাম সরকারের আমলে কর্মচারীরা মহার্ঘ ভাতা পাওয়ার জন্য শহরজুড়ে মিছিল করতে হতো। তারপরেও কেন্দ্রীয় সরকারের সাথে মহার্ঘ ভাতার যে ফারাক রয়েছে তা কখনো পূরণ করতে পারেনি বামেরা। কিন্তু বর্তমান রাজ্য সরকার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকারের সাথে ফারাক থাকা সে মহার্ঘ ভাতা আগামী দিনে সম্পূর্ণভাবে মিটিয়ে দেওয়ার জন্য। এদিনের মিছিল থেকে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানান ভারতীয় মজদুর সংঘের গোমতী জেলার পক্ষ থেকে শিক্ষক কর্মচারীও পেনশনার্সরা । রাজ্য সরকারের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মীরা এদিন যেভাবে সরকারকে অভিনন্দন জানিয়েছে ৫ শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধি হওয়ার ফলে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মচারীরা তাতে করে একপ্রকার বিরোধী রাজনৈতিক দলের কর্মচারীর সংগঠনের নেতৃত্ব থেকে শুরু করে সমর্থনকারী বিভিন্ন কর্মচারীরা এক প্রকার চাপে পড়ে যায় বলে মনে করছে রাজনৈতিক মহল ।
রাজ্য সরকারি কর্মচারীদের ৫% মহার্ঘ ভাতা বৃদ্ধিতে রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে রেলি ভারতীয় মজদুর সংঘের
by admin
written by admin
76
previous post