প্রতিনিধি, উদয়পুর :- দেবী সতীর ৫১ শক্তি পীঠ প্রতিটি তীর্থস্থান গুলিকে অবিকল প্রতিরূপ গোমতি জেলার মাতারবাড়ি বিধানসভার অন্তর্গত বনদোয়ারে ২১ স্থানের সবগুলো তীর্থক্ষেত্র গুলিকে প্রতিরূপ স্থাপন করা হবে । যার ফলে পর্যটকরা একই স্থানে এসে সতী মায়ের একান্ন শক্তি পিঠের প্রত্যেকটি তীর্থস্থানের দর্শন করার সৌভাগ্য হবে । বুধবার বনদোয়ারে ৫১ শক্তি পিঠের অবিকল প্রতিরূপ স্থাপনের প্রস্তাবিত জায়গাটি রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী গোমতী জিলা সভাধিপতি দেবল দেবরায় ও মাথাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন শিল্পী দাস , জেলার সহ -সভাধিপতি সুজন কুমার সেন এবং দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে সরজমিনে পরিদর্শন করেন বিধায়ক অভিষেক দেবরায় । এদিন মন্ত্রী ঘুরে দেখেন গোটা এলাকাটি । বিধায়ক অভিষেক দেবরায় জানান , তিনি আশাবাদী এই পর্যটন কেন্দ্রটি তৈরি হওয়ার ফলে গোটা রাজ্যসহ গোমতী জেলায় পর্যটনের এক নতুন ফলক যুক্ত হবে এবং এই বিধানসভা কেন্দ্রে প্রচুর কর্মসংস্থান গড়ে উঠবে বলে তিনি জানিয়েছেন ।
72