Home ত্রিপুরা টিএসআর বাহিনীদের সাফাই অভিযান জামজুড়িতে

টিএসআর বাহিনীদের সাফাই অভিযান জামজুড়িতে

by admin
0 comment 117 views

প্রতিনিধি , উদয়পুর :-

২০১৪ সালে ২ অক্টোবর নতুন দিল্লির রাজঘাটে স্বচ্ছ ভারত অভিযানের সূচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । এই অভিযান সারা দেশের সর্বত্র জাতীয় আন্দোলন হিসেবে সূচনা হয়েছে । মঙ্গলবার সকাল আটটায় উদয়পুর জামজুরী বাজারে এক স্বচ্ছ ভারত অভিযান অনুষ্ঠিত হয় । এই স্বচ্ছ ভারত অভিযানে অংশ নেন উদয়পুর পালাটানায় কর্মরত ত্রিপুরা স্টেট রাইফেল ১১ নং ব্যাটালিয়নের কর্মীরা স্বচ্ছ ভারত অভিযান সংগঠিত করে । উপস্থিত ছিলেন , ওটিপিসি পালটানা টিএস আর ডিএসপি আজিম আনসারী ও বিশিষ্ট সমাজসেবী বিজয় নট্ট দাস ও দীপেন দাস সহ প্রমূখ । এদিন স্বচ্ছ ভারত অভিযানকে কেন্দ্র করে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডিএসপি আজিম আনসারী বলেন , ত্রিপুরা পুলিশের ১৫০ বছর তম বর্ষপূর্তি উপলক্ষে এই ধরনের সাফাই অভিযান সংঘটিত করা হয়েছে। প্রায়শই ত্রিপুরা স্টেট রাইফেল কর্মীরা এই ধরনের সাফাই অভিযান করে থাকে । ত্রিপুরা স্টেট রাইফেল কর্মীরা ত্রিপুরার বুকে ১৯৯৬ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত রাজ্যে উগ্রবাদী সমস্যা ছিল তার মোকাবেলা করেছে ত্রিপুরা স্টেট রাইফেল। শান্তি ফিরে এসেছে গোটা রাজ্য জুড়ে । এছাড়া পুলিশ ও সাধারণ মানুষের সাথে যাতে এক ভালো সম্পর্ক তৈরি হয় তার জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছে পুলিশ ও টিএস আর বাহিনী । মঙ্গলবার সকালে জামজুরি কালী মন্দির ও রাম ঠাকুর সেবা মন্দির সহ জামজুরি বাজার এলাকা সাফাই অভিযান করা হয় । পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ওঠে গোটা বাজার এলাকা। এদিন সাফাই অভিযানকে কেন্দ্র করে টিএসআর বাহিনীর মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায় ।

Related Post

Leave a Comment