Home » চড়িলামে ফের অশান্তির আগুন লাগানোর ষড়যন্ত্র

চড়িলামে ফের অশান্তির আগুন লাগানোর ষড়যন্ত্র

by admin

প্রতিনিধি, বিশালগড়, ৬ জানুয়ারি ।। চড়িলামে ফের অশান্তির আগুন লাগানোর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বামগ্রেস। ভোটের মুখে জনবিচ্ছিন্ন কংগ্রেস সিপিএম শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করছে। বৃহস্পতিবার রাতে বিজেপির প্রচারসজ্জা নষ্ট করে দেয় । চড়িলাম মন্ডলের ১৬ নং বুথ উত্তরমুড়া এলাকায় পতাকা ব্যানার লাগিয়েছি বিজেপির কার্যকর্তারা। কিন্তু বৃহস্পতিবার রাতে বিজেপির পতাকা গুলি তুলে কৃষি জমিতে ফেলে দেয়। কিছু পতাকা আগুনে পুড়িয়ে দেয়। শুক্রবার সকালে এ খবর চাউর হতেই তীব্র ক্ষোভ এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে যান চড়িলাম মন্ডল সম্পাদক রিঙ্কু মিয়া, বুথ সভাপতি শ্যামল রায়, হরিপদ দেব সহ বিজেপির এক প্রতিনিধি দল। মন্ডল এবং বুথ স্তরের কার্যকর্তারা গিয়ে উত্তেজিত স্থানীয় কার্যকর্তাদের শান্ত করেন। তারা বলেন এগুলো সিপিএমের পরিকল্পিত ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের ফাঁদে কেউ পা দেবন না। গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ প্রতিরোধ হবে।

You may also like

Leave a Comment