
প্রতিনিধি
কমলাসাগর ৬ জানুয়ারি :-জেলা সভাধিপতির হাত ধরে নেহালচন্দ্রনগর উচ্চ বিদ্যালয় নবনির্মিত দ্বিতল পাকা ভবনের শুভ দ্বারউদঘাটন অনুষ্ঠিত হয় শুক্রবার বারোটায়। জানাযায় দীর্ঘদিন যাবত নেহাল চন্দ্রনগর উচ্চ বিদ্যালয় একটি দ্বিতল পাকা বাড়ি তৈরি করে দেওয়ার জন্য শিক্ষা দপ্তরে জানানো হয়, অবশেষে রাজ্য শিক্ষা দপ্তর এলাকার জনগণ সহ ছাত্র-ছাত্রী অভিভাবকদের কথা মাথায় রেখে নেহালচন্দ্রননগর উচ্চ বিদ্যালয়য়ে দ্বিতল পাকা বাড়ি তৈরি করে দেন। শুক্রবার দুপুর বারোটায় প্রধান অতিথি হিসেবে দ্বিতল পাকা ভবনের শুভ উদ্বোধন করেন সিপাহীজলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ছন্দা দেববর্মা, পঞ্চায়েত সমিতির এডুকেশন স্ট্যান্ডিং কমিটির সভাপতি সুব্রত চৌধুরী, নেহালচন্দ্রনগর উচ্চ বিদ্যালয়ের SMC কমিটির চেয়ারম্যান নিপেন চক্রবর্তী, সমাজসেবক শান্ত দেবনাথ। রাজ্যে শিক্ষার মান এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে রাজ্য সরকার বিভিন্নভাবে কাজ করে চলে যাচ্ছেন এবং করে যাবেন বলে উক্ত অনুষ্ঠানে আলোচনা করেন জেলা সভাপতিসহ উপস্থিত অতিথিরা। তবে আগামী দিন স্কুলকে আরো উন্নত করা হবে বলে আশ্বস্ত করেন এবং এই স্কুলকে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে পরিণত করার প্রতিশ্রুতি দেন জেলা সভাধিপতি।