130
উদয়পুর প্রতিনিধি
একই রাতে দুই বাড়ি থেকে এক প্রকার প্রকাশ্যে গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। গুলি করে প্রানে মারার হুমকি দিয়ে একই রাতে দুই বাড়ি থেকে তিনটি গরু নিয়ে পালালো চোরের দল। সোমবার গভীর রাতে উদয়পুর রাধাকিশোরপুর থানাধীন ব্রম্মাবাড়ি এলাকার টিটু দত্তের বাড়ি থেকে দুটি গরু নিয়ে পালায় চোরের দল। গরু চুরির সময় বাড়ির মালিক ঘটনার আঁচ করতে পেরে ঘর থেকে বের হলে চোরের দল সরাসরি হুমকি দেয়
গুলি করে মেরে ফেলা হবে বাড়ির মালিক কে । দুটি গরুর বাজার মূল্য প্রায় আড়াই লক্ষাধিক টাকা হবে বলে তিনি জানান । অপরদিকে একই রাতে উদয়পুর জেলরোড সংলগ্ন বলরাম দেবনাথের বাড়ি থেকে একটি গরু নিয়ে পালায় চোরের দল। একই রাতে দুটি জায়গা থেকে তিনটি গরু চুরির ঘটনায় এক প্রকার আতঙ্ক দেখা দিয়েছে জন সাধারণের মধ্যে ।