Home » হর ঘর বিজেপি” অভিযানের অঙ্গ হিসেবে জনসম্পর্ক অভিযান

হর ঘর বিজেপি” অভিযানের অঙ্গ হিসেবে জনসম্পর্ক অভিযান

by admin

৭ ঋষ্যমুখ মন্ডলের অন্তর্গত ত্রিপুরা বাজার শক্তি কেন্দ্রের উদ্যোগে

“হর ঘর বিজেপি” অভিযানের অঙ্গ হিসেবে আমজাদনগর ১০ ও ১১নং বুথে জনসম্পর্ক অভিযান সংগঠিত হয় ।

উক্ত জনসম্পর্ক অভিযানে উপস্থিত ছিলেন ৩৭ ঋষ্যমুখ মন্ডলের মন্ডল সভাপতি শ্ঙ্কর ভৌমিক , যুব মোর্চার দক্ষিণ পিলাক জেলা কমিটির সম্পাদক নাসির আহমেদ মহোদয়, সংখ্যালঘু মোর্চার মন্ডল সভাপতি লিটন মিয়া মহোদয়, বাশপদুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান আকিমা খাতুন সহ ভারতীয় জনতা পার্টির কার্য্যকতা গন

You may also like

Leave a Comment