106
তুলাশিখরের নমোনজয় পাড়া এলাকায় ট্রিপার গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত এক ব্যক্তি। ঘটনা মঙ্গলবার বিকাল সাড়ে চারটা নাগদ। নিহত ব্যক্তির নাম নিপেন্দ্র দেববর্মা। অপর আহত ব্যক্তি বিষ্ণুচরণ দেববর্মা(৫০) জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। নীপেন্দ্র দেববর্মা ও বিষ্ণু দেববর্মা বাইক নিয়ে তুলা শিখর বাজার থেকে নমোনজয় পাড়া এলাকায় নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল।নমোনজয় পাড়ায় অপরদিক থেকে একটি টিপার গাড়ি আসছিল বাইক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহী নিপেন্দ্র দেববর্মা। অপর বাইক আরোহীকে গঠনাস্থল থেকে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে। অবস্থা গুরুতর উপায়, জিবি হাসপাতালে স্থানান্তর করে।