116
ধর্মনগর প্রতিনিধি।
ড্রাগস কারবারি আটক করতে গিয়ে বাঁধার মুখে পড়তে হলো পুলিশকে। ঘটনা সোমবার রাতে ধর্মনগর পশ্চিম চন্দ্রপুর দুই নম্বর ওয়ার্ডে। এদিন রাত সাড়ে নয়টা নাগাদ গোপন খবরের ভিত্তিতে পুলিশ এলাকার আবদুল আসিমের বাড়িতে জেলা পুলিশ সুপার ডাঃ কিরণ কুমার কে’র নেতৃত্বে অভিযান চালায়। তল্লাশি চালিয়ে পুলিশ দুই প্যাকেটে চব্বিশ গ্রাম ব্রাউন সুগার , প্রচুর পরিমাণে কৌটা, নগদ ৩৫ হাজার টাকা, একটি মোবাইল উদ্ধার করে। পুলিশ বাড়ির মালিক আবদুল আসিম (৪০) ও তার ছেলে তাজ উদ্দিন (১৯)কে গ্রেফতার করে। গ্রামে এই খবর ছড়িয়ে পরতেই পুলিশের উপর হামলে পড়ে একদল দুষ্কৃতী। ধৃতদের ছিনিয়ে নেওয়ায় চেষ্টা চালায়। পুলিশ রনং দেহি রূপ নিতেই কেটে পড়ে দুস্কৃতিরা।