প্রতিনিধি, উদয়পুর :- তৃতীয়বারের জন্য ফের কেন্দ্রের ক্ষমতায় বসতে চলেছে এনডিএ জোট সরকার । আগামী ৯ জুন প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য শপথ নেবেন নরেন্দ্র মোদি । গোটা দেশের সাথে পশ্চিম ত্রিপুরা আসনে লক্ষ লক্ষ ভোটে জয়লাভ করে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব। এই জয়ের আনন্দে দলীয় কর্মীরা মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের মহারানী এলাকায় বৃহস্পতিবার দুপুরে এক বিজয় মিছিল বের করে
এদিন ৩নং শক্তি কেন্দ্রের উদ্যোগে ছয়ঘরিয়া বাজারে এই বিজয় মিছিল অনুষ্ঠিত হয় । মিছিলে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় অংশ নেন। এছাড়া ছিলেন জেলা বিজেপি ও সংখ্যালঘু মোর্চার নেতৃত্বরা । এই মিছিলের মধ্য থেকে বিধায়ক অভিষেক দেবরায় কর্মীদের উদ্দেশ্য বার্তা দেন , ব্যাপক উন্নয়নের কাজ করার ফলে এবার মাতারবাড়ি বিধানসভা থেকে বিপ্লব কুমার দেব কে বেশি ভোটে জয়ী করানো গিয়েছে । একমাত্র সম্ভব হয়েছে দলীয়কর্মী নেতৃত্বদের এক জোটে কাজ করার ফলে । আগামী দিনও এই ধরনের উন্নয়নের কাজ জারি রাখতে হবে মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রে। তিনি আরো বলেন , এলাকার যে সকল সমস্যা গুলি এখনও রয়েছে সেসব সমস্যাগুলি আগামী বিধানসভা আসার আগেই সব সমস্যার সমাধান করা হবে । সেই সাথে এলাকার উন্নয়ন আরো বেশি করে কিভাবে করা যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে শক্তি কেন্দ্র গুলিকে । গেরুয়া আবিরে এদিনের বিজয় মিছিল রঙিন হয়ে ওঠে । সব মিলিয়ে বিজয় উল্লাসে মেতে ওঠে বিজেপির দলীয় কর্মী সমর্থকরা ।
বিজেপির বিজয় মিছিল মহারানী এলাকায়
96
previous post