57
প্রতিনিধি, বিশালগড় , ৬ জুন।। বিশালগড় মহকুমা আইন সেবা কতৃপক্ষের উদ্যোগে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। গ্রামীণ এলাকার নাগরিকদের সচেতন করার কাজ চালিয়ে যাচ্ছে আইন সেবা কতৃপক্ষ। বিশালগড় মহকুমার গোপীনগর পঞ্চায়েতে অনুষ্ঠিত হয় আইনি সচেতনতা শিবিরে। উপস্থিত ছিলেন গ্রাম প্রধান সঞ্জু নম:, পঞ্চায়েত সমিতির সদস্যা মলিনা চৌধুরী প্রমুখ। শিবিরে মহিলাদের উপস্থিতি ছিল লক্ষনীয়। বক্তব্য রাখেন আইনজীবী নাদিয়া আক্তার । পরিবেশ সুরক্ষা আইন এবং জল সংরক্ষণ বিষয়ে আলোচনা করেন তিনি। পরিবেশ রক্ষায় গৃহীত আইনি বিষয় তুলে ধরেন। বৃক্ষ নিধন সহ পরিবেশ দূষণ অপকর্মের শাস্তিমূলক ব্যবস্থা গুলো তুলে ধরেন। জলের অপচয় রোধ করে জল সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।