প্রতিনিধি, উদয়পুর :- নেশার টাকা জোগাড় করতে এক বাড়িতে দুঃসাহসিক চুরির কান্ড। ঘটনা উদয়পুর ধ্বজনগর পুলিশ লাইনস্থিত আসাম রাইফেলস স্কুল সংলগ্ন এলাকা। বুধবার সকাল সাড়ে নয়টা নাগাদ উদয়পুর ধজ্জনগর পুলিশ লাইনস্থিত আসাম রাইফেলস স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা ডেলি জমাতিয়ার বাড়িতে ১৩০০০ টাকা, দুইটি মোবাইল ও একটি ব্যাগ কে বা কাহারা চোরের দল চুরি করে নিয়ে যায়। পরবর্তী সময় ডেলি জমাতিয়া রাধাকিশোর পুর থানা এসে মামলা করেন। যার মামলা নাম্বার ৫০। ৩৮০ ধারায় এই অভিযোগ নিয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ তদন্ত শুরু করেন ওই এলাকায়। ঐ এলাকা থেকে চোরের বাড়িতে হানা দিয়ে রাধাকিশোরপুর থানার বিশাল পুলিশ বাহিনী জানতে পারে যে হান্তে জমাটিয়া নামক এক চোর ডেলি জমাতিয়ার বাড়ি থেকে চুরি করে। তৎক্ষণাৎ হান্তে জমাতিয়া বাড়িতে রাধাকিশোরপুর থানার পুলিশ অভিযান চালায় । তাতে করে হান্তে জমাতিয়া ডেলি জমাতিয়ার বাড়ি থেকে চুরি কাজ সংগঠিত করেছেন স্বীকার করেন। পড়ে তাকে গ্রেফতার করে নিয়ে আসে থানায় । কিন্তু বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত চোর শৌচাগারে গিয়ে ভেলটিটেশান দিয়ে থানা থেকে বের হয়ে চম্পট দেয় । পরে পুলিশ তাকে গ্রেপ্তার করার জন্য থানা থেকে দৌড়ঝাঁপ শুরু করে। পরবর্তী সময়ে রাধাকিশোরপুর থানার পুলিশ উদয়পুর পুলিশ লাইন থেকে তাকে গ্রেপ্তার করে পুনরায় থানায় নিয়ে আসে এবং পরবর্তী সময় হান্তে জমাতিয়াকে জেলা আদালতে প্রেরণ করা হবে।
94
previous post
আসাম আগরতলা আট নং জাতীয় সড়ক অবরোধ করে বসে।
next post