Home অপরাধ ধর্মনগরে বিএসএফের হাতে বড়ুয়াকান্দিতে এক বাংলাদেশী আটক

ধর্মনগরে বিএসএফের হাতে বড়ুয়াকান্দিতে এক বাংলাদেশী আটক

by admin
0 comment 63 views

কিষান মল্লিক চুরাইবাড়ি প্রতিনিধি।।মঙ্গলবার সীমান্ত পারাপারের সময় 139 নং বিএসএফের ব্যাটেলিয়ানের হাতে বড়ুয়াকান্দি তে গ্রেপ্তার এক বাংলাদেশী। ঘটনার বিবরণে জানা যায় বাংলাদেশের সিলেট থেকে ২০১৮ সালে টুরিস্ট ভিসায় দুবাই হয়ে ফ্রান্সে গিয়েছিল আজিমউদ্দিন। সে গতকাল ধর্মনগরে এসে ভারত থেকে বাংলাদেশে সীমান্ত পারাপারে যায় দালাল ইসলাম উদ্দিনকে পনেরশো টাকা দিয়ে। কিন্তু আজিম উদ্দিন বড়ুয়াগান্দি দিয়ে সীমান্তপারপনের সময় বিএসএফের হাতে গ্রেপ্তার হয়ে যায় এবং তাকে বিএসএফের পক্ষ থেকে ধর্মনগর থানায় হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার বিএসএফের পক্ষ থেকে ধর্মনগর থানায় আজিম উদ্দিনকে তুলে দেওয়া হয়। তার বিরুদ্ধে আয়নানুগ ব্যবস্থা নিয়ে তদন্ত শুরু করেছে ধর্মনগর থানার পুলিশ।

Related Post

Leave a Comment