Home » সরকারি চাল বিক্রি করতে এসে বাজারে আটক ২ শিক্ষক

সরকারি চাল বিক্রি করতে এসে বাজারে আটক ২ শিক্ষক

by admin

প্রতিনিধি মোহনপুর:- মিড ডে মিলের চাল বাজারে বিক্রি করতে এসে ধরাখেল দুই শিক্ষক।ঘটনা বামুটিয়ার কালী বাজারে। হরেন্দ্র নগর সিনিয়ার বেসিক স্কুলের মিড ডে মিলের চাল বিক্রি করতে এসে ধরা খেলেন শিক্ষক রুপক দাস এবং রবীন্দ্র সরকার।
শনিবার হরেন্দ্র নগর সিনিয়ার বেসিক স্কুলের শিক্ষক রূপক দাস কালীবাজারে মিড ডে মিলের চাল বিক্রি করতে এসে পাকরাও হল জনতার হাতে। এদিন এফসিআইয়ের লেভেল লাগানো দুটি চালের বস্তা কালীবাজারের বিষ্ণু দের দোকানে বিক্রি করেছেন শিক্ষক রুপক দাস। ২৮০০ টাকার বিনিময়ে এই চাল বিক্রি করা হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক। তিনি জানান প্রথমে বাড়ির চাল বিক্রি করা হবে বলে দোকান মালিককে জানিয়েছিলেন রূপক দাস। চাল রেখে পয়সা দিয়েছেন। কিন্তু পরে বস্তা ধরে দেখতে পান তাঁর মধ্যে এফসিআইএর ট্যাগ লাগানো রয়েছে। তার পরই সন্দেহ হয় বিষয়টি দোকান মালিকের। তিনি স্থানীয়দের বিষয়টি জানান। শিক্ষক রূপক দাসকে বিদ্যালয় থেকে ডেকে আনা হয় বাজারে।এই চাল বিক্রির অভিযোগ মেনে নিয়েছেন শিক্ষক রূপক দাস।তিনি সরাসরি জানিয়েছেন এই চাল বিক্রির সাথে উনার সাথে জড়িত রয়েছে আরও দুই জন শিক্ষক। তাঁরা হলেন রবীন্দ্র সরকার এবং সঞ্জিত সাহা। বিদ্যালয়ের শিক্ষার্থীদের খাবার একজন শিক্ষক খোলা বাজারে বিক্রি করাকে কেন্দ্র করে উত্তেজিত হয়ে ওঠে জনতা। ঘটনা স্হলে আসে পুলিশ। অভিযুক্ত শিক্ষক রূপক দাস এবং রবীন্দ্র সরকারকে আটক করে নিয়ে যায় পুলিশ।

You may also like

Leave a Comment