Home » নতুন কায়দায় গাঁজা পাচার করতে গিয়ে ও ব্যর্থ হলো পাচারকারীরা।

নতুন কায়দায় গাঁজা পাচার করতে গিয়ে ও ব্যর্থ হলো পাচারকারীরা।

by admin

প্রতিনিধি, তেলিয়ামুড়া।৫ই এপ্রিল।
তেলিয়ামুড়া মহকুমা পুলিশ এলাকাতে আবারো নেশার বিরুদ্ধে অভিযান চালিয়ে সফলতা পেলো পুলিশ। উদ্ধার হলো গাজা সহ গাড়ি এবং পাচারের সঙ্গে জরিত তিন জন কে ও আটক করেছে পুলিশ। ঘটনা আজ সন্ধ্যা নাগাদ আসাম আগরতলা জাতীয় সড়কে মুঙ্গিয়াকামি থানাধীন ৪১ মাইল এলাকায়। এখানে উল্লেখ্য
গাজা পাচার কারীরা পুলিশ কে ধোঁকা দিতে নিত্যনতুন কায়দা ব্যবহার করে গাজা পাচার চালিয়ে যেতে চেষ্টা করছে।এর পরও সৎ নিষ্ঠাবান পুলিশ আধিকারিক দের সক্রিয়তার ফলে ধরা,পরে যাচ্ছে। আজ ও দেখা গেছে অভিনব পদ্ধতিতে গাজা পাচার করার চেষ্টা করা হয়েছে। তেলিয়ামুড়া মহকুমা পুলিশ অফিসার প্রসূন কান্তি ত্রিপুরা জানান,অন্যান্য দিনের মত মুঙ্গিয়াকামি থানার পুলিশ জাতীয় সড়কে রুটিন চেকিংএ বসে। সেই সময় গোপন খবর আসে,একটি বোলেরো গাড়িতে গাজা পাচারের। সন্দেহ করে আমবাসা,মুখি TR01A 2409 নাম্বারের গাড়ি দার করিয়ে প্রাথমিক ভাবে সাধারণ তল্যাশীতে কিছুই উদ্ধার হয় নি। ততক্ষনে ঘটনাস্থলে পৌছান তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসুন কান্তি ত্রিপুরা। বিছক্ষন অফিসারের নির্দেশে শেষে গাড়ির উপরের ছাদ ভেংগে উদ্ধার করে বিশাল পরিমানে লুকিয়ে রাখা অবৈধ গাজা। এছাড়াও গাড়ির বডির বিভিন্ন অংশ কেটে গাজা লুকিয়ে পুনরায় ঝালাই করে রাখা অবস্থায় রাখা গাজাও উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। গাড়ির বিভিন্ন জায়গা থেকে মোট ২১৫ কেজি গাজা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। তবে বলাবাহুল্য এভাবে নতুন পদ্ধতিতে গাড়ির বডি কেটে গাজা লুকিয়ে পুনরায় ঝালাই করে পাচারের ঘটনা প্রথমবার দেখাগেল। তবে কথায় আছে চোরের সাত দিন, গৃহস্তের একদিন। যতই লুকিয়ে চুরি কর নিষ্ঠাবান পুলিশের হাতে ধরা তোমাকে ধরা পরতেই হবে।ঘটনার সাথে জরিত তিন জনকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়েযাচ্ছে বলে জানায় মহকুমা পুলিশ অফিসার প্রসূন কান্তি ত্রিপুরা।

You may also like

Leave a Comment